Warina Hussain | Afghanistan: তালিবানদের ভয় সেদেশ ছেড়ে পালিয়ে ভারতে এসেছিলেন বলিউডের এই অভিনেত্রীও !

Last Updated:

Salman Khan’s co-star Warina Hussain: সলমন খানের সহ-অভিনেত্রী ওয়ারিনা হুসেনের কথায় ২০ বছর আগের ওই ছবি বীভৎস ! মনে পড়লেই আতঙ্কে এখনও বুক কেঁপে ওঠে তাঁর ৷

মুম্বই: তালিবানরা আফগানিস্তান দখল করতেই সে দেশ ছেড়ে অন্যত্র পালানোর হিড়িক লেগেছে আফগানদের ৷ যারা পারছেন না কোথাও যেতে ৷ চরম আতঙ্কের মধ্যেই এখন তাদের দিন কাটছে সে দেশে ৷ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন আফগান মহিলারা ৷ ‘তালিবানি ফতোয়া’-র কথা সকলেরই জানা ৷ দু’দশক আগের মতো আর পরাধীন হতে চায় না আফগান মহিলারা ৷ তালিবানদের অত্যাচারের কাহিনী জানিয়েছেন বলিউডের এক অভিনেত্রী ওয়ারিনা হুসেনও (Warina Hussain) ৷ তিনিও গত ২০ বছর আগে তালিবানদের ভয়েই সেদেশ ছেড়ে পালিয়ে আসেন ভারতে ৷
২০ বছর আগেও আফগানিস্তানের ছবিটা ছিল একইরকম ৷ তালিবানদের ভয়ে হাজার হাজার মানুষ পালিয়েছিলেন সে দেশ ছেড়ে ৷ সেই ভিড়ের মধ্যে ছিলেন ওয়ারিনা এবং তাঁর পরিবারও ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই জানালেন ‘লভযাত্রী’ ছবির নায়িকা।
Warina Hussain Warina Hussain
advertisement
সলমনের সহ-অভিনেত্রীর কথায় ২০ বছর আগের ওই ছবি বীভৎস ! মনে পড়লেই আতঙ্কে এখনও বুক কেঁপে ওঠে তাঁর ৷ আফগানিস্তানে পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর দিনগুলিও এখন মনে পড়ছে তাঁর ৷ সঙ্গে তালিবানদের ভয়ঙ্কর রূপ ৷ ওয়ারিনার কথায়, এখন সে দেশে শুধু শোষণ এবং অত্যাচারের বাতাস বইছে। আগের মত‌ো সুন্দর আফগানিস্তান বোধহয় আর ফিরবে না।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Warina Hussain | Afghanistan: তালিবানদের ভয় সেদেশ ছেড়ে পালিয়ে ভারতে এসেছিলেন বলিউডের এই অভিনেত্রীও !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement