Warina Hussain | Afghanistan: তালিবানদের ভয় সেদেশ ছেড়ে পালিয়ে ভারতে এসেছিলেন বলিউডের এই অভিনেত্রীও !

Last Updated:

Salman Khan’s co-star Warina Hussain: সলমন খানের সহ-অভিনেত্রী ওয়ারিনা হুসেনের কথায় ২০ বছর আগের ওই ছবি বীভৎস ! মনে পড়লেই আতঙ্কে এখনও বুক কেঁপে ওঠে তাঁর ৷

মুম্বই: তালিবানরা আফগানিস্তান দখল করতেই সে দেশ ছেড়ে অন্যত্র পালানোর হিড়িক লেগেছে আফগানদের ৷ যারা পারছেন না কোথাও যেতে ৷ চরম আতঙ্কের মধ্যেই এখন তাদের দিন কাটছে সে দেশে ৷ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন আফগান মহিলারা ৷ ‘তালিবানি ফতোয়া’-র কথা সকলেরই জানা ৷ দু’দশক আগের মতো আর পরাধীন হতে চায় না আফগান মহিলারা ৷ তালিবানদের অত্যাচারের কাহিনী জানিয়েছেন বলিউডের এক অভিনেত্রী ওয়ারিনা হুসেনও (Warina Hussain) ৷ তিনিও গত ২০ বছর আগে তালিবানদের ভয়েই সেদেশ ছেড়ে পালিয়ে আসেন ভারতে ৷
২০ বছর আগেও আফগানিস্তানের ছবিটা ছিল একইরকম ৷ তালিবানদের ভয়ে হাজার হাজার মানুষ পালিয়েছিলেন সে দেশ ছেড়ে ৷ সেই ভিড়ের মধ্যে ছিলেন ওয়ারিনা এবং তাঁর পরিবারও ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই জানালেন ‘লভযাত্রী’ ছবির নায়িকা।
Warina Hussain Warina Hussain
advertisement
সলমনের সহ-অভিনেত্রীর কথায় ২০ বছর আগের ওই ছবি বীভৎস ! মনে পড়লেই আতঙ্কে এখনও বুক কেঁপে ওঠে তাঁর ৷ আফগানিস্তানে পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর দিনগুলিও এখন মনে পড়ছে তাঁর ৷ সঙ্গে তালিবানদের ভয়ঙ্কর রূপ ৷ ওয়ারিনার কথায়, এখন সে দেশে শুধু শোষণ এবং অত্যাচারের বাতাস বইছে। আগের মত‌ো সুন্দর আফগানিস্তান বোধহয় আর ফিরবে না।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Warina Hussain | Afghanistan: তালিবানদের ভয় সেদেশ ছেড়ে পালিয়ে ভারতে এসেছিলেন বলিউডের এই অভিনেত্রীও !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement