Salman Khan | Viral Video: এমন কাজ সলমন খানই করতে পারেন! খুদে ভক্তের সঙ্গে যা করলেন তিনি! মুহূর্তে ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Salman Khan | Viral Video: মুম্বই বিমান বন্দরে ঘটল ঐতিহাসিক ঘটনা! ভাইরাল ভিডিও
মুম্বই: সলমন খান। বলিউডের ভাইজান। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান”! ছবি মুক্তির পর কলকাতাতেও এসেছিলেন তিনি। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতেও যেতে দেখা গিয়েছে সলমনকে। তবে আজকাল সলমন রাস্তাঘাটে বা যেখানে সেখানে ভক্তদের সঙ্গে খুব একটা হাত মেলান না। তার একটা কারণও রয়েছে। বেশ কয়েকদিন ধরেই খুনের হুমকি পাচ্ছেন সলমন। আর সেই কারণেই ভিড় এরিয়ে যান তিনি। তাঁর সঙ্গে সব সময় থাকেন নিরাপত্তারক্ষী শেরা। আরও কয়েকজন নিরাপত্তারক্ষী বাড়ানো হয়েছে। তবে এসবের মধ্যেই ঘটে গেল এক বিরল ঘটনা।
এর আগে দেখা গিয়েছে এক ভক্ত সলমনের সঙ্গে ছবি তুলতে এলে, ফোন নিয়ে ছুড়ে ফেলে দেন তিনি। এরকম অনেক ঘটনাই ঘটিয়েছেন তিনি। সলমনের রাগ কে না জানেন। তবে কিছু দিন আগে মুম্বইতে এক বিরল ঘটনা ঘটে গেল! যা দেখে ফের পুরোনো সলমনকে ফিরে পেল ভক্তরা। এই ভিডিও দেখলে আপনিও অবাক হবেন। সল্লু ভাই যে আসলেই মনের রাজা, এই ভিডিও তার প্রমাণ।
advertisement
advertisement
advertisement
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সলমন খান তাঁর রক্ষীদের সঙ্গে মুম্বই বিমান বন্দরে ফ্লাইট ধরতে যাচ্ছেন। এমন সময় সলমনকে দেখেই ফ্যানেরা চিৎকার করতে থাকেন। হঠাৎ করেই সলমন খান দাঁড়িয়ে পড়েন। এবং নিজের দুহাত এগিয়ে দেন। ভিড়ের মাঝখান থেকে ছুটে আসে এক খুদে ছেলে। সলমনকে জড়িয়ে ধরে সেই খুদে। সল্লুও বুকে টেনে নেন তাঁর ভক্তকে। সলমন যে বাচ্চাদের পছন্দ করেন তার প্রমাণ আগেও পাওয়া গেছে। তবে এই ভালবাসার ভিডিও যেন সবকিছুকে ছাপিয়ে গেছে। বাচ্চাটির মুখের হাসি মন ভরিয়েছে ভক্তদের। আসলেই তিনি সলমন খান, তার প্রমাণ ফের একবার পাওয়া গেল। চেনে ছন্দে ধরা দিলেন সল্লু।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2023 10:19 PM IST