যুদ্ধে চললেন সলমন !

Last Updated:

পরিচালক কবীর খান টুক করে ট্যুইটারে পোস্ট করে দিলেন তাঁর নতুন ছবি ‘টিউবলাইট’-এর শ্যুটিং স্টিল ৷

#মুম্বই: আপাতত, রোমানিয়ার এক ট্যাবলয়েডের দয়ায় লুলিয়া ও সলমনের বিয়ে নিয়ে গুঞ্জন তুঙ্গে ৷ সবাই রয়েছেন কৌতুহলে, খবরটা সত্যি না শুধু গুঞ্জন ! কিন্তু তারই মাঝে পরিচালক কবীর খান টুক করে ইন্সটাগ্রামে পোস্ট করে দিলেন তাঁর নতুন ছবি ‘টিউবলাইট’-এর শ্যুটিং স্টিল ৷ আর কবীর খানের পোস্ট করা ছবির মধ্যে দেখা গেল, লাদাখের পাহাড়ি অঞ্চলে বন্দুক কাঁধে, সৈনিকের পোশাকে দেখা গেল সলমন খানকে !
কবীর খানের ‘টিউবলাইট’ ছবির গল্প তৈরি হয়েছে ১৯৬৩ সালের ইন্দো-চীন যুদ্ধ নিয়ে ৷ আর সঙ্গে জুড়ে যাবে এক প্রেমের গল্প ৷
এবার আর দীপিকা পাড়ুকোন নয়, নয় ক্যাটরিনা কাইফ ৷ এমনকী, অনুষ্কা শর্মাও নয়, সলমন খান এবার সিনে পর্দায় প্রেম করবেন ঝু ঝু-র সঙ্গে ! আপাতত, এই খবরেই মত্ত গোটা বলি পাড়া ৷ কবীর খানের নতুন ছবি ‘টিউবলাইট’-এ সলমনের সঙ্গে অভিনয় করবেন চীনা অভিনেত্রী ঝু ঝু ! চাইনিজ ছবির দুনিয়ায় অভিনেত্রী ঝু ঝু খুবই নামকরা ৷ এরই মধ্যে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে জনপ্রিয় তিনি ৷ সেই ঝু ঝু-ই এবার বলিউডের ছবিতে ৷ তাও আবার সলমনের নায়িকা হয়ে ৷ লাদাখের পাহাড়ে এখন ‘টিউবলাইট’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত সলমন ও ঝু ঝু ৷ নায়িকা ঝু ঝু ট্যুইট করে জানিয়েছেন, ‘লাদাকে শ্যুটিং করছি ৷ সঙ্গে সলমন খান ৷ দারুণ লাগছে ৷ ’ পরিচালক কবীর খানের ‘টিউবলাইট’ ছবির শ্যুটিংয়ে আপাতত ব্যস্ত রয়েছেন সলম খান ৷ লাদাখের পাহাড়ি অঞ্চলে চলছে ছবির শ্যুটিং ৷ সঙ্গে চাইনিজ নায়িকা ঝু ঝু ! সম্প্রতি দেখা গেল টিউবলাইট’-এর সেটে পৌঁছে গিয়েছেন গুঞ্জনে থাকা সলমনের বান্ধবী লুলিয়া ভান্তুর ৷ তবে একেবারেই ছবির শ্যুটিং দেখতে নয়, বরং সলমনকে সঙ্গে নিয়ে দালাই লামার সঙ্গে দেখা করে এলেন সলমন ও লুলিয়া ৷
advertisement
advertisement
Capture
বাংলা খবর/ খবর/বিনোদন/
যুদ্ধে চললেন সলমন !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement