যুদ্ধে চললেন সলমন !
Last Updated:
পরিচালক কবীর খান টুক করে ট্যুইটারে পোস্ট করে দিলেন তাঁর নতুন ছবি ‘টিউবলাইট’-এর শ্যুটিং স্টিল ৷
#মুম্বই: আপাতত, রোমানিয়ার এক ট্যাবলয়েডের দয়ায় লুলিয়া ও সলমনের বিয়ে নিয়ে গুঞ্জন তুঙ্গে ৷ সবাই রয়েছেন কৌতুহলে, খবরটা সত্যি না শুধু গুঞ্জন ! কিন্তু তারই মাঝে পরিচালক কবীর খান টুক করে ইন্সটাগ্রামে পোস্ট করে দিলেন তাঁর নতুন ছবি ‘টিউবলাইট’-এর শ্যুটিং স্টিল ৷ আর কবীর খানের পোস্ট করা ছবির মধ্যে দেখা গেল, লাদাখের পাহাড়ি অঞ্চলে বন্দুক কাঁধে, সৈনিকের পোশাকে দেখা গেল সলমন খানকে !
কবীর খানের ‘টিউবলাইট’ ছবির গল্প তৈরি হয়েছে ১৯৬৩ সালের ইন্দো-চীন যুদ্ধ নিয়ে ৷ আর সঙ্গে জুড়ে যাবে এক প্রেমের গল্প ৷
এবার আর দীপিকা পাড়ুকোন নয়, নয় ক্যাটরিনা কাইফ ৷ এমনকী, অনুষ্কা শর্মাও নয়, সলমন খান এবার সিনে পর্দায় প্রেম করবেন ঝু ঝু-র সঙ্গে ! আপাতত, এই খবরেই মত্ত গোটা বলি পাড়া ৷ কবীর খানের নতুন ছবি ‘টিউবলাইট’-এ সলমনের সঙ্গে অভিনয় করবেন চীনা অভিনেত্রী ঝু ঝু ! চাইনিজ ছবির দুনিয়ায় অভিনেত্রী ঝু ঝু খুবই নামকরা ৷ এরই মধ্যে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে জনপ্রিয় তিনি ৷ সেই ঝু ঝু-ই এবার বলিউডের ছবিতে ৷ তাও আবার সলমনের নায়িকা হয়ে ৷ লাদাখের পাহাড়ে এখন ‘টিউবলাইট’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত সলমন ও ঝু ঝু ৷ নায়িকা ঝু ঝু ট্যুইট করে জানিয়েছেন, ‘লাদাকে শ্যুটিং করছি ৷ সঙ্গে সলমন খান ৷ দারুণ লাগছে ৷ ’ পরিচালক কবীর খানের ‘টিউবলাইট’ ছবির শ্যুটিংয়ে আপাতত ব্যস্ত রয়েছেন সলম খান ৷ লাদাখের পাহাড়ি অঞ্চলে চলছে ছবির শ্যুটিং ৷ সঙ্গে চাইনিজ নায়িকা ঝু ঝু ! সম্প্রতি দেখা গেল টিউবলাইট’-এর সেটে পৌঁছে গিয়েছেন গুঞ্জনে থাকা সলমনের বান্ধবী লুলিয়া ভান্তুর ৷ তবে একেবারেই ছবির শ্যুটিং দেখতে নয়, বরং সলমনকে সঙ্গে নিয়ে দালাই লামার সঙ্গে দেখা করে এলেন সলমন ও লুলিয়া ৷
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 16, 2016 7:24 PM IST