#মুম্বই: বলিউডে সলমন খানের যদি প্রাণের বন্ধু কেউ থাকেন তাহলে তিনি হলেন নায়ক অঝয় দেবগণই ৷ এরকমটা দেখা গিয়েছে, অজয় দেবগণ সলমনের কাছে যখনই কোনও আবদার করেছেন, সলমন কিন্তু শত কাজ ছেড়েও সারা দিয়েছেন অজয় দেবগণের ৷ তবে ব্যাপারটা যে শুধু এক তরফা, তা একেবারেই নয় ৷ অজয়ও কিন্তু সব সময়ই পাশে দাঁড়িয়েছেন সলমনের !
কাব্যটা হল, অজয় দেবগণ আপাতত ব্যস্ত তাঁর বিশাল খরচাবহুল ছবি ‘শিবায়ে’ নিয়ে ৷ আর এই ছবির ইউএসপিকে আর একটু বাড়িয়ে তুলতেই নাকি অজয় টুক করে ছবির মধ্যে ঢুকিয়ে ফেলেছেন একটা আইটেম নম্বর ৷ আর এই আইটেম নন্বরে আর কেউ নন, আইট বয় হিসেবে দেখা যাবে সলমন খানকে !
বলিউডে গুঞ্জন, অজয়ের এই আইটেম প্রস্তাবে নাকি রাজিও হয়েছেন সলমন খান৷ খুব শীঘ্রই অজয় দেবগণের ‘শিবায়ে’ ছবির আইটেম গানের জন্য শ্যুটিং সেরে ফেলবেন সলমন খান !
এর আগে অজয় দেবগণের ‘সন অফ সর্দার’ ছবির এক আইটেম গান ‘পো পো’-তেও দেখা গিয়েছিল সলমন খানকে !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajay Devgan, Bollywood, Salman Khan, Shivaay