Home /News /entertainment /
সলমন খান রাস্তায় খুল্লামখুল্লা বেরোলে কী হয়, দেখুন ভিডিও...

সলমন খান রাস্তায় খুল্লামখুল্লা বেরোলে কী হয়, দেখুন ভিডিও...

Photo Collected

Photo Collected

 • Share this:

  #ভোপাল: মধ্যপ্রদেশে শ্যুট করছেন সলমন খান৷ দাবাং ৩-এর জন্য শুরু হয়েছে শ্যুটিং৷ প্রভুদেবার নির্দেশনায় দাবাং ৩-তে এবার থাকছেন সোনাক্ষী সিনহাও৷ আপাতত সলমন রয়েছেন মহেশ্বরে৷ যেখানেই চলছে ছবির কাজ৷ ব্যস্ত রয়েছেন ভাইজান৷ আপতত ছবির শ্যুটিং চলছে গোদবরীর তীরে৷ সেখানে গেলেই নজরে আসবেন সল্লু মিঞা৷ কিন্তু সলমনের ঝলক পাওয়ার জন্য ভিড়ে হুড়োহুড়ি করতে হল না ভক্তদের, সলমন নিজেই দিলেন দেখা৷ প্রকাশ্য রাস্তায় ভাইজান যখন এলেন, তখন যে কী হল, ভিডিও দেখলেই বুঝবেন!

  Photo Courtesy: Instagram Photo Courtesy: Instagram

  সলমন নিজেই ঘুরে বেড়াচ্ছেন ঘাটে ঘাটে৷ গোদাবরীর তীরে এখন দেখা যাচ্ছে সল্লু মিঞাকে৷ তাতেই খুল ভক্তরা৷ এই শহরের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে রয়েছে তাঁর৷ মধ্যপ্রদেশেই সলমনের জন্ম৷ শুধু সলমন নয়, তাঁর দাদা আরবাজেরও জন্ম ইন্দোরে৷ তাই তো ইন্দোরে এসেই নস্টালজিক হয়ে পড়েন সলমন৷ এমনকি এই মুহূর্তে যেখানে ছবির কাজ চলছে, সেই মহেশ্বরেও রয়েছে সলমনের স্মৃতি৷

  মহেশ্বরে সলমনের ঠাকুরদা ছিলেন৷ পুলিশে চাকরি করার সূত্রে এই শহরেই পোস্টিং ছিল তাঁর৷ তাই তো এই শহরকে বেশ পছন্দ ভাইজানের৷ পরিবাররের কাছাকাছি ও কাছের মানুষদের নিয়ে চলতে ভালবাসেন তিনি৷ তাই তো এই শহরে শ্যুটিং-এর কাজে এসে কোথায় যেন তিনি খুঁজে পাচ্ছেন তাঁর ছেলেবেলা৷ আপাতত দাবাং ৩-এর জন্য ব্যস্ত সলমন ঘুরে বেড়াচ্ছে মহেশ্বরের অলিগলি৷ তাঁকে সামনে থেকে দেখতে উপচে পড়ছে ভক্তদের ভিড়৷ গোটা পরিস্থিতি সুষ্ঠুভাবে সামলাচ্ছে পুলিশ৷ সকলেই ধন্যবাদ জানিয়েছেন ভাইজান৷

  View this post on Instagram
  Back in our birthplace for #Dabangg3 shoot @arbaazkhanofficial A post shared by Salman Khan (@beingsalmankhan) on
  First published:

  Tags: Dabangg 3, Salman Khan

  পরবর্তী খবর