সলমন খান রাস্তায় খুল্লামখুল্লা বেরোলে কী হয়, দেখুন ভিডিও...

Last Updated:
#ভোপাল: মধ্যপ্রদেশে শ্যুট করছেন সলমন খান৷ দাবাং ৩-এর জন্য শুরু হয়েছে শ্যুটিং৷ প্রভুদেবার নির্দেশনায় দাবাং ৩-তে এবার থাকছেন সোনাক্ষী সিনহাও৷ আপাতত সলমন রয়েছেন মহেশ্বরে৷ যেখানেই চলছে ছবির কাজ৷ ব্যস্ত রয়েছেন ভাইজান৷ আপতত ছবির শ্যুটিং চলছে গোদবরীর তীরে৷ সেখানে গেলেই নজরে আসবেন সল্লু মিঞা৷ কিন্তু সলমনের ঝলক পাওয়ার জন্য ভিড়ে হুড়োহুড়ি করতে হল না ভক্তদের, সলমন নিজেই দিলেন দেখা৷ প্রকাশ্য রাস্তায় ভাইজান যখন এলেন, তখন যে কী হল, ভিডিও দেখলেই বুঝবেন!
Photo Courtesy: Instagram Photo Courtesy: Instagram
সলমন নিজেই ঘুরে বেড়াচ্ছেন ঘাটে ঘাটে৷ গোদাবরীর তীরে এখন দেখা যাচ্ছে সল্লু মিঞাকে৷ তাতেই খুল ভক্তরা৷ এই শহরের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে রয়েছে তাঁর৷ মধ্যপ্রদেশেই সলমনের জন্ম৷ শুধু সলমন নয়, তাঁর দাদা আরবাজেরও জন্ম ইন্দোরে৷ তাই তো ইন্দোরে এসেই নস্টালজিক হয়ে পড়েন সলমন৷ এমনকি এই মুহূর্তে যেখানে ছবির কাজ চলছে, সেই মহেশ্বরেও রয়েছে সলমনের স্মৃতি৷
advertisement
advertisement
মহেশ্বরে সলমনের ঠাকুরদা ছিলেন৷ পুলিশে চাকরি করার সূত্রে এই শহরেই পোস্টিং ছিল তাঁর৷ তাই তো এই শহরকে বেশ পছন্দ ভাইজানের৷ পরিবাররের কাছাকাছি ও কাছের মানুষদের নিয়ে চলতে ভালবাসেন তিনি৷ তাই তো এই শহরে শ্যুটিং-এর কাজে এসে কোথায় যেন তিনি খুঁজে পাচ্ছেন তাঁর ছেলেবেলা৷ আপাতত দাবাং ৩-এর জন্য ব্যস্ত সলমন ঘুরে বেড়াচ্ছে মহেশ্বরের অলিগলি৷ তাঁকে সামনে থেকে দেখতে উপচে পড়ছে ভক্তদের ভিড়৷ গোটা পরিস্থিতি সুষ্ঠুভাবে সামলাচ্ছে পুলিশ৷ সকলেই ধন্যবাদ জানিয়েছেন ভাইজান৷
advertisement
advertisement
View this post on Instagram
Back in our birthplace for #Dabangg3 shoot @arbaazkhanofficial A post shared by Salman Khan (@beingsalmankhan) on
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমন খান রাস্তায় খুল্লামখুল্লা বেরোলে কী হয়, দেখুন ভিডিও...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement