হোম /খবর /বিনোদন /
ঘামে ভেজা শরীর.. খালি গায়ে ছবি পোস্ট করে যা লিখলেন সলমন !

ঘামে ভেজা শরীর.. খালি গায়ে ছবি পোস্ট করে যা লিখলেন সলমন !

সুশান্তকে নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে যে সলমন বয়কট ডাক, তাকে যে সলমন পাত্তা দিচ্ছেন না, তাঁর প্রমাণ একেবারে হাতেনাতে ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: জামা খুলে খালি গায়ে ছবি দেওয়াটা তো অনেক দিন আগে থেকেই সলমন খানের কাছে জলভাত ৷ বরং বলা ভালো সলমনের থেকেই এই পেশি নিয়ে নানারকম কেত দেখানো শিখেছে বলিউডের অন্য নায়কেরা ৷ তবে নেপোটিজম নিয়ে ইদানিং ফ্যাসাদে পড়া সলমন কিন্তু দিব্য রয়েছেন নিজের তালে ৷ তাই সুশান্তকে নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে যে সলমন বয়কট ডাক, তা যে সলমন পাত্তা দিচ্ছেন না, তাঁর প্রমাণ একেবারে হাতেনাতে ৷

তা এবার সলমন কী করলেন?

 
View this post on Instagram
 

Just finished working out ....

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

না সলমন কোনও বিতর্কীত মন্তব্য করেননি ৷ এমনকী, কাউকে নিয়ে কোনওরকম বাঁকা কথাও বলেনি ৷ শুধু ইনস্টাগ্রামে জিমের এক ছবি আপলোড করেছেন সলমন ৷ ব্যস, কোথায় বিতর্ক? কোথায় বয়কট ! ফ্যানেরা তো উপচে পড়ে সলমনের সেই ছবি দেখতেই মত্ত ৷ এক ছবিতেই সোশ্যাল নেটওয়ার্কের ট্রেন্ড যেন বদলে দিলেন বলিউডের দাবাং খান ৷

শুধু কী এই কাণ্ড? অন্যদিকে সুস্মিতা সেনের 'আরিয়া'র প্রশংসায় মাতলেন সলমান খান। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অনেকেই বলেছেন সলমনও নেপোটিজম করেন। তিনি বলিউডের অনেকের কেরিয়ার নষ্ট করে দিতে চান। যদিও সে সব কথা ধোপে টিকছে না বিং হিউম্যান সলমনের সামনে। বলিউডে কি কখন হয় তা অজানা। এভাবেই ইন্ডাস্ট্রি চলে আসছে। আমরা অভিনেতাদের বিচার করি তাঁদের কাজ ও ছবি দেখে। তিনি কিভাবে কাজটা পেলেন তা বিচার করা আমাদের পক্ষে সম্ভব না। তাই এসব কথা চলবে, সিনেমাও সুপারহিট হবে। কিন্তু সলমন নিজেকে আটকাতে পারলেন না 'আরিয়া'য় সুস্মিতার অভিনয় দেখে।

Published by:Akash Misra
First published:

Tags: Salman Khan