দাবাং-৩ অভিনেত্রীর সঙ্গে টেবিলের উপরে সলমন খানের দুরন্ত নাচ মুহূর্তেই ভাইরাল
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
জমজমাট নাচে মুহূর্তেই কেঁপেছে সোশ্যাল মিডিয়া
#মুম্বই: বলিউডের দাবাং খান অর্থাৎ সলমন খান তিনি নিজের এক আলাদা আন্দাজের জন্য বিশেষ ভাবে পরিচিত ৷ তবে তাঁর বাড়ির লোকেদের সঙ্গে বা বন্ধুবান্ধবের সঙ্গে সলমন খানকে সব সময়েই আলাদা রূপে আলাদা গুণে দেখতে পাওয়া যায় ৷ এমনই এক ঘটনা সম্প্রতি ঘটেছে ৷ নিজের ব্যক্তিগত মুহূর্তে বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টির ভিডিও দেখতে পেয়েছেন সাধারণ মানুষ ৷
advertisement
advertisement
দেখতে পাওয়া গিয়েছে সেখানে টেবিলে উঠে সলমন খানের জোরদার নাচ সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ৷ নতুন বছরের সেলিব্রেশনে রীতিমত কেঁপেছে ইনস্টাগ্রাম ৷ এই প্রাটির ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে ৷ নাচের মধ্যে দাবাং ৩ ছবির অভিনেত্রীর সঙ্গে টেবিলে উঠে দুরন্ত নাচ সলমন খানের ৷ এই পার্টিতে উপস্থিত ছিলেন সলমন খানের প্রাক্তন গার্লফ্রেন্ড সঙ্গীতা বিজলানি, ডেজি শাহ -সহ বহু মানুষেরা উপস্থিত রয়েছেন ৷
advertisement
Our mantra for 2020, spread love love and only love #happynewyear #happy2020 A post shared by Sangeeta Bijlani (@sangeetabijlani9) onView this post on Instagram
advertisement
ছবিতে পরিষ্কার দেখতে পাওয়া গিয়েছে সলমন খান জমিয়ে নেচেছেন ৷ নির্দেশক মহেশ মঞ্জরেকরের মেয়ে সাই মঞ্জরেকর সলমন খানের ছবি দাবাং ৩-তে অভিনয় করেছেন এই ছবির জন্য সাই মঞ্জরেকরের উদ্দেশ্যে বিশেষ প্রশংসা সূচক মন্তব্য শুনতে পাওয়া গিয়েছে ৷
Location :
First Published :
January 03, 2020 3:17 PM IST