Zareen Khan Dengue : ডেঙ্গির কবলে বলি তারকা! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি সলমনের নায়িকা, চলছে আইভি ফ্লুইড!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Zareen Khan Dengue : বলিউড থেকে বেশ কয়েক বছরের বিরতি নিয়েছিলেন জারিন। তাঁর এই উধাও যাওয়ার নেপথ্য কারণ ছিল তাঁর মায়ের অসুস্থতা। তেমনটাই জানিয়েছিলেন জারিন।
মুম্বই: ডেঙ্গির কবলে বলি তারকা। তড়িঘড়ি হাসপাতালে ছোটা হল জারিন খানকে নিয়ে। আপাতত চিকিৎসা চলছে নায়িকার। বুধবার নিজেই স্বাস্থ্যের খবর জানালেন সোশ্যাল মিডিয়ায়। এখন কেমন আছেন তিনি?
মুম্বইয়ের হাসপাতালে ভর্তি রয়েছেন এখন। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করেছেন সলমন খানের সহ-অভিনেত্রী। তবে নিজের চেহারা প্রকাশ করেননি নায়িকা। হাতের ছবি পোস্ট করেছেন, যেখানে বোঝা যাচ্ছে, তাঁকে আইভি ফ্লুইড দেওয়া হচ্ছে। পাশাপাশি আরও একটি ছবিতে তিনি দেখিয়েছেন ফলের রস খাচ্ছেন তিনি। ছবিগুলির সঙ্গে ক্যাপশনে লেখা, ‘রিকভরি মোড’, ‘লাইফ আপডেট’।
advertisement
advertisement
২০১০ সালে প্রথমবার সলমনের হাত ধরে বলিউডে আসা জারিনের। ‘বীর’ ছবির পর একে একে ‘হেট স্টোরি ৩’, ‘আকসার ২’, ‘১৯২১’-এর মতো ছবিতে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। শেষবার তিনি অভিনয় করেছেন ২০২১ সালে ‘হাম ভি আকেলে তুম ভি আকেলে’-তে।
advertisement
বলিউড থেকে বেশ কয়েক বছরের বিরতি নিয়েছিলেন জারিন। তাঁর এই উধাও যাওয়ার নেপথ্য কারণ ছিল তাঁর মায়ের অসুস্থতা। তেমনটাই জানিয়েছিলেন জারিন। দেড় বছর ধরে মায়ের সঙ্গে সময় কাটিয়েছিলেন তিনি। তবে মা সুস্থ হওয়ার পর ফের শরীরচর্চায় যোগ দিয়ে ছবির জগতে ফিরতে চেয়েছেন জারিন।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2023 10:22 AM IST