#মুম্বই: বলিউডের সুপারস্টার সলমন খানকে সাপে কামড়েছে (Salman Khan Snake Bitten Case) ৷ ভক্তদের জন্য এক বিরাট ঝটকা কেননা জন্মদিনের আগেই প্রিয় তারকাকে সর্প দংশন ভক্তদের কাছে প্রাথমিক ঝটকার মতই লেগেছে ৷ গতরাতে যখন সলমন খানকে সাপে (Salman Khan Bitten by Snake) কামড়েছিল তখন সলমন খান তাঁর পানভেল ফার্মহাউজে (Salman Khan's Panvel Farmhouse) ছিলেন ৷ সলমন খানের জন্য কতখানি স্পেশ্যাল এই ফার্মহাউজ তা এককথায় বলে বোঝানো সম্ভব নয় ৷
View this post on Instagram
জন্মদিনের পার্টি হোক বা লকডাউনের সঙ্কটের সময় এই ফার্মহাউজই তাঁর প্রথম পছন্দের জায়গা ৷ এই ফার্ম হাউজের ভিতরের বেশ কিছু ছবি ও ভিডিও-ই বলে দেয় এই ফার্মহাউজ তাঁর কতখানি কাছের ৷ ধান গাছ রোপন করছিলেন সলমন খান সেই ভিডিও আগেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ জলে ভরা ক্ষেতে কাজ করছেন বলিউডের সুপারস্টার সলমন খান ৷
View this post on Instagram
এর থেকে বুঝতে পারা যায় এই ফ্রাম হাউজ সলমনের জন্য ঠিক কতখানি স্পেশ্যাল ৷ ফার্মহাউজের ক্ষেত বা বাগানে নিজেই পরিশ্রম করেন ঘাম ঝরান ৷ কোথাও বা আস্তাবল বা ঘোড়ার দলের সুন্দর ছবি শেয়ার করেন তিনি ৷ বিগত বছরের লকডাউনে সলমন খান তাঁর বন্ধুবান্ধব নিয়ে এই ফার্মহাউজেই সময় কাটিয়েছেন ৷
View this post on Instagram
View this post on Instagram
এখানেই শেষ নয় তিনি এই ফার্মহাউজে ২টি গানের শ্যুটিং-ও করেছেন ৷ তবে সব থেকে বড় আপডেট এটাই সাপে কামড়ানোর (Salman Khan Bitten by Snake) পরেও সলমন খান এখন ভালই আছেন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ সূত্রের খবর সলমন খানের হাতে কামড়েছিল সাপটি ৷ রাত ৩.৩০-এ সাপে কামড়ানোর পরেই তাঁকে তাড়াতাড়ি এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷
View this post on Instagram
বিষাক্ত সাপ সলমন খানকে কামড়ায়নি বলেই জানা গিয়েছে, তবে এই মুহূর্তে আগের থেকে তিনি ভাল আছেন, কোনও ঝুঁকি এই মুহূর্তে নেই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Salman Khan