KIFF 2023: প্রথমবার ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে সলমন খান! সাতসকালে হাজির কলকাতায়

Last Updated:

KIFF 2023: ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগদান দিতে কলকাতায় পা রেখেছেন সলমন খান৷ মঙ্গলবার সকাল সকাল তিলোত্তমায় হাজির ভাইজান৷

সাতসকালেই কলকাতায় হাজির সলমন খান
সাতসকালেই কলকাতায় হাজির সলমন খান
কলকাতা: কলকাতা শহর জুড়ে এখন শুধু সিনেমার মরশুম৷ আজ থেকে শুরু হচ্ছে ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার বিকাল ৪টে থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। ইতিমধ্যেই ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগদান দিতে কলকাতায় পা রেখেছেন সলমন খান৷ মঙ্গলবার সকাল সকাল তিলোত্তমায় হাজির ভাইজান৷
২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে ইতিমধ্যেই টানটান উত্তেজনা শহর জুড়ে৷ মঙ্গলবার বিমানবন্দরে পা রাখতেই পাপারাৎজির ক্যামেরায় লেন্সবন্দি হয়েছেন ভাইজান৷ সলমনের আসার খবরে শুনে ইতিমধ্যেই খুশির হাওয়া ভক্তমহলে৷ ডেনিম জিন্স, কালো রঙের টি-শার্ট পরে বিমানবন্দরে লেন্সবন্দি হয়েছেন অভিনেতা৷ ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
প্রত্যেক বছর উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের একঝাঁক তারকা উপস্থিত থাকেন। তবে এই বছর চিরাচরিত প্রথা মেনে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান উপস্থিত থাকতে পারছেন না। তবে অনিল কাপুর, কমল হাসান সহ অনেক বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকছেন। শুধু তাই নয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি বছর ৩৯ টি দেশের মোট ২১৯ টি ছবি দেখানো হবে মোট ২৩ টি ভেন্যুতে। এরমধ্যে রয়েছে ১৬৯ টি পূর্ণদৈর্ঘ্যের ছবি এবং ৫০ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র।
advertisement
নন্দন ১, ২, ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন ছাড়াও শহরের বেশ কিছু সরকারি ও বেসরকারি সিনেমাহলে প্রদর্শিত হতে চলেছে ফিল্ম ফেস্টিভ্যালের কিছু ছবি। এবছরই প্রথম বেঙ্গলি প্যানোরামা বিভাগে শুরু হয়েছে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার পুরস্কারের মূল্য ৭ লক্ষ টাকা। এছাড়াও এই বছর চলচ্চিত্র উৎসবে আরও বেশ কিছু চমক রয়েছে৷ বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা থাকবে এবং আর্থিক পুরস্কারও প্রদান করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
KIFF 2023: প্রথমবার ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে সলমন খান! সাতসকালে হাজির কলকাতায়
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement