একসঙ্গে ফার্মে থাকবেন লুলিয়া-সল্লু

Last Updated:

গোটা মায়ানগরী জুড়ে প্রেমের রহস্য ৷ একদিকে রণবীরের কাছ থেকে দূরে থেকে হ্যাপি আছেন ক্যাটরিনা, তো অন্যদিকে গোপনে ক্যাটরিনার সঙ্গে দেখা করেও নতুন প্রেমিকার লুলিয়ার হাত ধরছেন সলমন খান ! শুধু হাত নয়, বলা ভালো একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সলমন খান ও লুলিয়া ভান্তুর !

#মুম্বই: গোটা মায়ানগরী জুড়ে প্রেমের রহস্য ৷ একদিকে রণবীরের কাছ থেকে দূরে থেকে হ্যাপি আছেন ক্যাটরিনা, তো অন্যদিকে গোপনে ক্যাটরিনার সঙ্গে দেখা করেও নতুন প্রেমিকার লুলিয়ার হাত ধরছেন সলমন খান ! শুধু হাত নয়, বলা ভালো একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সলমন খান ও লুলিয়া ভান্তুর !
গপ্পোটা একটু খোলসা করে বলা যাক ৷ ‘বিগ বস’-এর সঞ্চালক হওয়ার পর থেকে শুধু সিনেমার পর্দায় নয়, ছোটপর্দাও সল্লু ম্যাজিকে আক্রান্ত ৷ তাই সেই ম্যাজিককে বাড়িয়ে দিতে এবার সল্লুর সঙ্গে চর্চিত গার্লফ্রেন্ড লুলিয়া ভান্তুর ৷ বলিউডের কানাঘুষোয় রটেছে এরকমই ৷ এক নতুন টিভি শোতে দেখা একসঙ্গে দেখা যেতে পারে সলমন ও লুলিয়াকে ৷ শোনা গিয়েছে, মার্কিনের জনপ্রিয় টিভি শো ‘দ্য ফার্ম’-এর অনুকরণে তৈরি হবে এই নতুন শো ৷ তবে এ ব্যাপারে এখনই কোনও গ্রিন সিগন্যাল দেননি লুলিয়া ও সলমন ৷ এ ব্যাপারে চলছে প্রচুর আলোচনা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
একসঙ্গে ফার্মে থাকবেন লুলিয়া-সল্লু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement