বক্স অফিসে ‘সুলতান’ ঝড়, লুলিয়ার সঙ্গে পার্টিতে সলমন !
Last Updated:
সলমনকে ঘিরে বিতর্ক তুঙ্গে ৷ জাতীয় মহিলা কমিশনের নোটিশেও ক্ষমা চাইলেন না সলমন ৷
#মুম্বই: সলমনকে ঘিরে বিতর্ক তুঙ্গে ৷ জাতীয় মহিলা কমিশনের নোটিশেও ক্ষমা চাইলেন না সলমন ৷ ‘সুলতান’ ছবির নায়িকা অনুষ্কা শর্মাও ‘ধর্ষণ’ মন্তব্যে পাশে দাঁড়ালেন না সলমনের ৷ কিন্তু তাতে কি? সব বিতর্ককে পাত্তা না দিয়ে সলমন কিন্তু আছেন বিন্দাস !
‘ধর্ষণ’ মন্তব্য পিছু ছাড়ছে না সলমনের ৷ আর সলমন পিথু ছাড়ছে না লুলিয়া ভান্তুরের৷ তবে ব্যাপারটা যে শুধুই সলমনের দিক থেকে তা কিন্তু একেবারেই নয় ! প্রেমের ব্যাপারে লুলিয়াও সমান ৷ অন্তত, বলিউড গুঞ্জন তো তাই বলছে ৷
এই যেমন সম্প্রতি লুলিয়া সলমন ও নিজের গোটা পরিবারকে নিয়ে পার্টিতে মেতে উঠলেন ৷ তবে এই পার্টি একেবারেই ছিল ‘সুলতান’ ছবির বক্স অফিস সাফল্যের জন্য৷
advertisement
advertisement
তবে এই পার্টচি কোনও নাইট ক্লাবে নয়, বরং সলমনের বোন আলভিরার বাড়িতেই ছিল ৷ আর আলভিরার বাড়িতে পার্টির জন্য একসঙ্গেই এক গাড়িতে চেপেই হাজির হয়েছিলেন লুলিয়া ও সলমন !
‘সুলতান’ ছবির প্রিমিয়ারের দিনই সলমনের সঙ্গে এক সঙ্গে বসে ছবিটি দেখেছিলেন লুলিয়া ! ছবি দেখার পর উচ্ছ্বসিত হয়ে সলমনের প্রশংসাও করেছেন নানা ভাবে ৷ আর এবার রীতিমতো বাড়ির লোকদের সঙ্গে ‘সুলতান’ নিয়েই পার্টিতে মজে গেলেন লুলিয়া ভান্তুর ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 14, 2016 7:41 PM IST