Aneet Padda: ছিমছাম হলেও একেবারে স্বপ্নের মতো, ‘সাইয়ারা’ অভিনেত্রী অনীতের অন্দরমহলে ঢুঁ মারলে চোখ ধাঁধিয়ে যাবে

Last Updated:

Aneet Padda: সৌন্দর্য এবং অভিনয় দক্ষতায় তো ভক্তদের মন জিতেছেন, এবার নিজের সুন্দর সাজানো-গোছানো বাড়ির ঝলক দেখিয়ে ভক্তদের কাছ থেকে প্রশংসা কুড়িয়ে নিলেন তিনি।

News18
News18
মুম্বই:  সম্প্রতি ‘সাইয়ারা’ ছবির হাত ধরে বি-টাউনে পা রেখেছেন নবাগতা অভিনেত্রী অনীত পাড্ডা। নিজের অভিনয়ের জাদুতে তিনি সকলকে মুগ্ধ করেছেন। সৌন্দর্য এবং অভিনয় দক্ষতায় তো ভক্তদের মন জিতেছেন, এবার নিজের সুন্দর সাজানো-গোছানো বাড়ির ঝলক দেখিয়ে ভক্তদের কাছ থেকে প্রশংসা কুড়িয়ে নিলেন তিনি। আসলে অনীত পাড্ডার মুম্বইয়ের বাড়ির অন্দরমহল জুড়ে ছড়িয়ে রয়েছে একটা ছিমছাম-সাদামাটা ভাব। অথচ এই সাদামাটা ব্যাপারটার সঙ্গেই বোহো নান্দনিকতার এক অপূর্ব মিশেল ঘটানো হয়েছে। ফলে ঘর জুড়ে ছড়িয়ে রয়েছে একটা আরামদায়ক আবহ!
লিভিং রুমে মিনিম্যালিস্টিক বোহো ডেকর:
যাঁরা বোহো ডেকর পছন্দ করেন, তাঁরা অনীতের লিভিং রুমটি দেখলেই প্রেমে পড়ে যাবেন। ঝকঝকে সাদা দেওয়াল ঘরে একটা পরিচ্ছন্ন, খোলামেলা ভাব তৈরি করে। আর দেওয়ালের ন্যাচারাল টেক্সচার ঘরে একটা গভীরতা এবং ব্যক্তিত্বের ছোঁয়া এনে দিয়েছে। আর এই লিভিং রুমের এক অনন্য ফিচার হল – টেক্সচার্ড পম্পাস ঘাসের ওয়াল ইনস্টলেশন। ফলে ঘরের মধ্যে ছড়িয়ে গিয়েছে একটা উষ্ণ এবং মাটির ছোঁয়া।  এর পাশাপাশি অনীতের লিভিং রুমের দেওয়াল জুড়ে রয়েছে ফেয়ারি লাইটের নরম আলো। যা স্বপ্নের মতো একটা ঔজ্জ্বল্য এনে দিয়েছে ঘরটিতে। সিলিং থেকে ঝোলানো হয়েছে একটি বাঁশের ল্যাম্প। যা ঘরে একটা আলাদা মাত্রা যোগ করেছে।
advertisement
advertisement
মিউজিক্যাল কর্নার:
অনীত সঙ্গীতপ্রেমী। ফলে ঘরের একটা কোণাকে বেছে নিয়ে তিনি গিটার দিয়ে সাজিয়ে নিয়েছেন। যেটা অনেক সময় তাঁর স্টোরি এবং বাড়ির ভিডিও-য় দেখা যায়। আর ঘরের এই মিউজিক্যাল কর্নারে একটা গোলাকার লাল জ্যুট ম্যাটও রেখেছেন তিনি। যা ওয়ার্ম উডেন কালারের মধ্যে একটা রঙের ছোঁয়া জুড়ে দিয়েছে।
advertisement
ওয়াশরুম রঙের ছটা:
অনীতের লিভিং রুমে নিউট্রাল রঙের ছোঁয়া থাকলেও ওয়াশরুমটা কিন্তু রঙের ছটায় পরিপূর্ণ। সেই সঙ্গে সেখানে দেখা যাচ্ছে সমসাময়িক ডিজাইন। অভিনেত্রীর জনপ্রিয় কিছু মিরর সেলফিতে ধরা পড়েছে তাঁর বাথরুমের ছবি। দেওয়াল জুড়ে থাকা নানা রঙের টাইলস, একটি কাচের পার্টিশন এবং আধুনিক ডিজাইন – তাঁর বাথরুমটিকে আরও যেন সুন্দর করে তুলেছে। সব শেষে এটাই বলা যায় যে, অনীতের শিল্পমনস্ক রুচি এবং স্টাইলিশ ব্যক্তিত্বের প্রতিফলন ঘটেছে তাঁর অন্দরসজ্জাতেও। যাঁরা নিজেদের বাড়িতে বোহো-লুক আনতে চান, তাঁরা অভিনেত্রীর অন্দরমহলের সাজসজ্জার থেকে অনুপ্রেরণা বা আইডিয়া নিতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aneet Padda: ছিমছাম হলেও একেবারে স্বপ্নের মতো, ‘সাইয়ারা’ অভিনেত্রী অনীতের অন্দরমহলে ঢুঁ মারলে চোখ ধাঁধিয়ে যাবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement