Saira Banu: ৭৮ বছর বয়সে ইনস্টাগ্রাম হাতেখড়ি সায়রা বানুর! বিশেষ একজনের সঙ্গে ছবি, কে তিনি
- Published by:Sayani Rana
- Written by:Manash Basak
Last Updated:
প্রবীণ অভিনেত্রী সায়রা বানু ইনস্টাগ্রামে অ্যাকাউণ্ট খুলেছেন। সেখানে তিনি নিজের একার কোনও ছবি শেয়ারতো করেননি, বরং তাঁর স্বামী প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের স্মরণে, তাঁদের নানা ছবি শেয়ার করেছেন।
৭৮ বছর বয়সে ইনস্টাগ্রাম হাতেখড়ি প্রবীণ অভিনেত্রী সায়রা বানুর। ইনস্টাগ্রামে অ্যাকাউণ্ট খুলেছেন তিনি। সেখানে তিনি নিজের একার কোনও ছবি শেয়ারতো করেননি, বরং তাঁর স্বামী প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের স্মরণে, তাঁদের নানা ছবি শেয়ার করেছেন। শুধু তাই না দিলীপ কুমারের একার একটি ছবিও শেয়ার করেছেন। তবে তাতেই থেমে থাকেননি অভিনেত্রী প্রোফাইলটি তিনি দিলীপ কুমারের উদ্দেশ্যে উৎসর্গও করেছেন।
তিনি সুন্দরভাবে কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ডিজিটাল দুনিয়ায়। এভারগ্রীন এই অভিনেত্রী ইনস্টাগ্রামে দিলীপ কুমারের উদ্দেশ্যে উর্দু ভাষাতে একটি সায়েরী শেয়ার করেছেন অভিনেতার উদ্দেশ্যে। তিনি লিখেছেন ‘সুকুন-ই-দিল কে লিয়ে কুছ তো এহতেমাম কারুন, জারা নজর জো মিলি ফির উন্হে সালাম কারুন…’ তিনি আরও লেখেন, ‘আমি এটি ৭ জুলাই লিখছি। সারা বিশ্বের শুভাকাঙ্খী ও ভাল বন্ধুদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। আমার কোহিনূর দিলীপ কুমার সাহেবের প্রতি চিরস্মরণ, ভালবাসা এবং শ্রদ্ধা।”
advertisement
advertisement
দিলীপ কুমারকে হারানোর কথা স্মরণ করে সায়রা বানু আরেকটি উর্দু সায়েরী লেখেন, ‘উঠ আপনি জুম্বিশ-ই-মিজগান সে তাজা কার দে হায়াত, কেহ রুকা রুকা কদম-ই-কায়েনাত হ্যায় সাকি।”(আমার প্রিয়জন ঘুমিয়ে আছে, তাই আমার পুরো পৃথিবী স্থির- আমি তাঁকে জেগে ওঠার জন্য অনুরোধ করছি যাতে তার জেগে ওঠার সঙ্গে সঙ্গে আমার পৃথিবী আবার জাগ্রত হয়ে ওঠে।)
advertisement
তিনি লেখেন ‘এখনও পর্যন্ত, আমি অনুভব করি যে তিনি আমার সঙ্গে আছেন, এবং যাই হোক না কেন, আমরা এখনও একসঙ্গে জীবনের পথে হাঁটব- হাতে হাত রেখে। আমাদের চিন্তা ও সময়ের শেষ অবধি। দিলীপ সাহেব আমার গাইড ছিলেন। আমার জীবনের জন্য আলোর পথ দেখিয়ে ছিলেন।…’ পাশাপাশি তিনি লিখতে ভোলেননি, দিলীপ কুমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2023 9:08 AM IST