Katrina Kaif: প্রিয়াঙ্কার পর ‘জি লে জারা’ থেকে মুখ ফেরালেন ক্যাটরিনা? ফারহানের ছবিতে তাঁর পরিবর্তে কে

Last Updated:

গুঞ্জন শোনা গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া ছবিটি থেকে সরে এসেছেন। আর এবার কানা ঘুষো শোনা যাচ্ছে প্রিয়াঙ্কার পর গুঞ্জন ক্যাটরিনা কাইফ সরলেন ছবি থেকে।

কিছুদিন আগে ফারহান আখতার জানিয়েছিলেন ‘জি লে জারা’ নামে একটি নতুন ছবি আনছেন তিনি। ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট ও প্রিয়াঙ্কা চোপড়াকে। ছবির ঘোষণা হতেই সিনে প্রেমীদের একাংশ ভেবে ছিলেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মতো আরেকটি ছবি আসছে, তবে তা মহিলা কেন্দ্রিক। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ নস্টালজিয়া, সঙ্গে দুর্দান্ত কাস্ট ফলে সকলেই খুব উৎসাহি ছিলেন এই ছবিটি নিয়ে। তবে সম্প্রতি জানা গিয়েছে, ফারহান এই ছবিটি আপাতত স্থগিত রাখছেন। কী কারণে এই সিদ্ধান্ত, তা প্রকাশ্যে না এলেও গুঞ্জন শোনা গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া ছবিটি থেকে সরে এসেছেন। আর এবার কানা ঘুষো শোনা যাচ্ছে প্রিয়াঙ্কার পর গুঞ্জন ক্যাটরিনা কাইফ সরলেন ছবি থেকে।
একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রিয়াঙ্কা এবং ক্যাটরিনা কাইফ ‘জি লে জারা’ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে ওই প্রতিবেদনেই বলা হয়েছে যে তাঁদের পরিবর্তে দেখা যাবে অনুষ্কা শর্মা ও কিয়ারা আডবাণীর কথা ভাবা হচ্ছে ছবিটির জন্য।
advertisement
advertisement
অন্যদিকে আর এক সংবাদ মাধ্যম ভিন্ন তথ্য দিয়েছে। তাঁদের প্রতিবেদন অনুসারে, প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে ক্যাটরিনা কাইফ এখনও সিনেমা থেকে সরে যাননি। প্রতিবেদনের বলা হয়েছে, ‘ক্যাটরিনা কাইফ ছবিটি করছেন। ছবিটি কাজ শুরু হতে সামান্য দেরি হচ্ছে।’
advertisement
এর আগে, অন্য এক সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুয়ায়ী জানায়, তারকাদের তারিখ নিয়ে সমস্যা থাকার দরুন এই পরিস্থিতি তৈরি হয়েছে। একই সময়ে তাঁদের একসঙ্গে পাওয়া যাচ্ছে না। তাই ছবিটিকে আপাতত স্থগিত রাখা হয়েছে। জানা গিয়েছে প্রিয়াঙ্কা ২০২৩ সালে শ্যুটিংয়ের ডেট দিতে পারেননি। হলিউডের তাঁর কাজ চলছে।
ফারহানকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান ২০২৪ সালে ‘জি লে জারা’-র জন্য আলিয়া সময় দিতে পারবেন না। আলিয়া ইতিমধ্যেই ২০২৪-এ ‘রামায়ণ’ এবং ‘বৈজু বাওরার’ জন্য ডেট দিয়ে ফেলেছেন। তাই ফারহান জানান সঠিক সময়ের জন্য তিনি অপেক্ষা করবেন। তাই আপাতত ছবিটি বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এমনটাই দাবি সূত্রের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Katrina Kaif: প্রিয়াঙ্কার পর ‘জি লে জারা’ থেকে মুখ ফেরালেন ক্যাটরিনা? ফারহানের ছবিতে তাঁর পরিবর্তে কে
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement