Saif Ali Khan: করিনার ছোট ছেলে জেহর শরীরেও ছুরির আঘাত, সেদিন রাতে বাড়িতে ঠিক কী হয়েছিল? সব বললেন সইফ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Saif Ali Khan: টুইঙ্কল খান্না এবং কাজলের টু মাচ সিনেমায় অংশ নেওয়ার সময় সইফ আলি খান স্মৃতিচারণ করে বলেন, 'সেদিন রাতে করিনা তখন ছিল না, আমি ছেলেদের নিয়ে সিনেমা দেখা শেষ করলাম। তারপরেই ঘরে ঢোকে ওই লোকটি'...
মুম্বই: এই বছরের শুরুর দিকে, ১৬ জানুয়ারি ভোরবেলা সইফ আলি খানের ছোট ছেলে জেহর ঘরে ঢুকে এক আততায়ী তাঁর বান্দ্রার বাড়িতে আক্রমণ চালায়। অভিযুক্তদের হাত থেকে বাঁচাতে অভিনেতাকে ছয়বার ছুরিকাঘাত করা হয়; এর মধ্যে দুটি আঘাত গুরুতর বলে জানা যায়। কারণ, সেগুলো তাঁর মেরুদণ্ডের কাছাকাছি ছিল। সম্প্রতি সইফ একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ওই হামলায় আহত হয়েছিল তাঁর ও করিনার ছোট ছেলে জেহ আলি খানও।
টুইঙ্কল খান্না এবং কাজলের টু মাচ সিনেমায় অংশ নেওয়ার সময় সাইফ আলি খান স্মৃতিচারণ করে বলেন, ”করিনা বাইরে গিয়েছিল, আর আমি ছেলেদের (তৈমুর এবং জেহ) সঙ্গে একটা সিনেমা দেখে সবেমাত্র শেষ করেছিলাম। তাই, আমরা বেশ দেরি করে ঘুমোতে গেলাম, রাত দুটো নাগাদ। করিনা ফিরে আসার পর, আমরা ঘরে ফিরে আসার আগে একটু আড্ডা দিলাম। তারপর, কাজের মেয়েটি এসে বলল, ‘জেহ বাবা কে কামরে মে কোই হ্যায়। উসকে হাত মে চাকু হ্যায় অর বোল রাহে হ্যায় উসকো পয়সা চাহিয়ে (জেহের ঘরে কেউ আছে। তার হাতে ছুরি আছে, এবং সে বলে যে সে টাকা চায়)।”
advertisement
আরও পড়ুন: বিহারে ভোট ঘোষণা হতেই সবচেয়ে বড় চমক দিলেন প্রশান্ত কিশোর! ঘোষণা ‘সুপার 51’-এর! বিহারে এবার ম্যাজিক দেখাবেন পিকে?
সে আরও বলল, ”আমি একরকম শুনতে পেলাম এবং বিছানা থেকে গড়িয়ে পড়লাম। অন্ধকারে আমি জেহর ঘরে ঢুকলাম, আর দেখলাম লোকটি তার বিছানার উপরে ছুরি হাতে দাঁড়িয়ে আছে।” অক্ষয় কুমার যখন জিজ্ঞাসা করলেন যে, অনুপ্রবেশকারী জেহর দিকে ছুরি তাক করছে কিনা, তখন সইফ প্রকাশ করলেন যে যেহেতু লোকটি খুব বেশি ঘোরাফেরা করছিল, তাই জেহ এবং তার আয়া উভয়েরই কাটা দাগ ছিল।
advertisement
advertisement
সইফ স্মরণ করে বলেন, ”আমি ভেবেছিলাম সে আমার চেয়ে ছোট, যার মানে সে খুব বেশি বড় নয়। আর আমি তার উপর ঝাঁপিয়ে পড়ি। জেহ পরে আমাকে বলে, ‘এটা একটা বড় ভুল ছিল। তোমার বরং তাকে ঘুষি মারা উচিত ছিল অথবা লাথি মারা উচিত ছিল।’ কিন্তু আমি লাফিয়ে পড়ি এবং আমরা এই লড়াই শুরু করি। সে রেগে গেল। তার কাছে দুটি ছুরি ছিল, এবং সে আমার সারা শরীরে আঘাত করতে শুরু করে।”
advertisement
আরও পড়ুন: বন্যা-বৃষ্টিতে বহু স্কুলের বেহাল দশা, পরিকাঠামো উন্নয়নের জন্য কম্পোজিত গ্রান্ট দিল সরকার! কোন স্কুল কত টাকা পাবে?
সইফ আরও বলেন, ”আমি আমার প্রশিক্ষণ মনে করার চেষ্টা করেছিলাম এবং তাদের মধ্যে কয়েকটিকে ব্লক করেছিলাম। কিন্তু তারপর আমার পিঠে একটা ধাক্কা অনুভব করলাম যা সত্যিই খুব কঠিন ছিল। ততক্ষণে সবাই তাদের ঘর থেকে বেরিয়ে এসেছিল। আমাদের গৃহকর্মী গীতা, এই সংগ্রামে আমাকে সাহায্য করেছিল এবং লোকটিকে আমার কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল। সে সেই সময়ে আমার জীবন বাঁচিয়েছিল কারণ সে আমাকে সর্বত্র কেটে ফেলেছিল। তারপর আমরা তাকে একটি ঘরে আটকে রাখি।”
advertisement
সইফ আলি খানের মেরুদণ্ডের কাছে কিছু ছুরিকাঘাতের কারণে তাঁকে তীব্র অস্ত্রোপচার করতে হয়েছিল। তাঁকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে পাঁচ ঘণ্টা দীর্ঘ অস্ত্রোপচারের পর তাঁর মেরুদণ্ড থেকে ২.৫ ইঞ্চি ব্লেডের টুকরোটি সরানো হয়। রিপোর্ট অনুসারে, খানের ঘাড়ের ডান দিকে একটি দীর্ঘ কাটা, ডান কাঁধে আরেকটি কাটা এবং পিঠের বাম দিকে একটি গভীর ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। এছাড়াও, তাঁর বাম কনুইতে একটি ছোটখাটো আঘাত রয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2025 7:45 PM IST