সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ! গাইলেন সলমন, কেক অন্য কাউকে প্রথম খাওয়ালেন নায়িকা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
সাই মঞ্জরেকর সদ্য পা রেখেছেন বলিউডে, দাবাং ৩ ছবিতে অভিনয়ও করেছেন
#মুম্বই: বলিউডের সুপারস্টার সলমন খানের সঙ্গে দাবাং ৩ ছবিতে অভিনয় করেছেন সাই মঞ্জরেকর ৷ বলাই বাহুল্য তিনি এই ছবির মাধ্যমে বলিউডে পা রাখলেন ৷ তাঁর জন্মদিনে একরাশ মজা ও আনন্দ করেছেন বলিউডের নবাগতা তাঁর জন্মদিতে পৌঁছে গিয়েছিলেন সোনাক্ষি সিনহা ও সলমন খানও ৷ সামনে একটি ভিডিও আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য ৷
সলমন পৌছঁতেই সাই কেক কাটতে শুরু করেছিলেন ৷ সব থেকে আশ্চর্যের বিষয় কেক কাটার পরে সবার আগে সলমন খানকে সেই কেক খাওয়াননি ৷ সেই মুহূর্তের ভিডিওই ভাইরাল হয়েছে ৷ সবাই সাই মঞ্জরেকরকে হ্যাপি বার্থ ডে ইউশ করেছেন ৷ কেক কাটার পরে সবার আগে সাই মাঁর মাকে খাইয়েছেন ৷ এরই মাঝে মা ইশারা করেছিলেন সলমনকে কেক খাওয়াতে কিন্তু মায়ের পরে বাবাকে কেক খাইয়েছিলেন সাই ৷
advertisement
মা-বাবার পরে সলমন খানকে কেক কাইয়ে ছিলেন এই সময়ের লাস্যময়ী সুন্দরী নায়িকা সাই মঞ্জরেকর ৷ সেই ভিডিওই তুমুল গতিতে ভাইরাল হয়েছে ৷ ঘরে বাইরে সমান তালে চর্চাও হয়েছে এই বিষয়টি নিয়ে ৷
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 25, 2019 9:07 AM IST