পল্লবী দের মৃত্যুতে রহস্য বাড়ছে ক্রমাগত৷ জানা যাচ্ছে, পল্লবীর প্রেমিক সাগ্নিকের এর আগে সুকন্যা মান্না নামে এক মহিলার সঙ্গে বিয়ে হয়েছিল। আর সাগ্নিক-সুকন্যার রেজিস্ট্রি ম্যারেজে হাজির ছিলেন খোদ পল্লবীই। এমনকি রেজিস্ট্রেশনে সাক্ষী হিসেবেও সই করেন পল্লবী। সুকন্যার বাবা জানিয়েছেন, সুকন্যার বন্ধু ছিলেন পল্লবী। বেশ কয়েকবার পল্লবী তাঁদের বাড়িতে গিয়েছেন। বন্ধুত্বের কথা স্বীকার করে নিয়েছেন সুকন্যার মা৷
সুকন্যার পরিবারের বক্তব্য, একসঙ্গে তাঁরা মেলামেশা করতেন। তখনই হয়তো সাগ্নিকের সঙ্গে পল্লবীর পরিচয় ঘটে থাকতে পারে। তবে গত বছর সুকন্যার জন্মদিনের সময় পল্লবীও গিয়েছিলেন তাঁদের বাড়িতে। আর তার ঠিক চার-পাঁচদিন পর থেকেই সুকন্যা আর সাগ্নিকের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়৷ এই সব তথ্য সামনে আসার পর ঘটনা জটিল হচ্ছে ক্রমশ৷
সুকন্যার দাবি, তাঁর সূত্রেই পল্লবী ও সাগ্নিকের আলাপ হয়েছিল। তারপর তাঁরা মেলামেশা শুরু করেন। সে কথা জানতে পেরে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন সুকন্যা।
আরও পড়ুন: বিকেল-সন্ধ্যায় দুম করে ভোলবদল হবে আবহাওয়া, হু হু করে হাওয়া বইবে, সঙ্গী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pallavi dey, Sagnik chakraborty