নতুন রেকর্ড গড়ল 'সড়ক ২'! অপছন্দের তালিকায় সেরা ছবির ট্রেলার ! আতঙ্কে ভাট পরিবার !

Last Updated:

ইউটিউবে ১০০ শতাংশ মানুষের মধ্যে ৯৫ শতাংশ মানুষই অপছন্দ করেছেন ট্রেলার। দিয়েছেন ডিসলাইক।

#মুম্বই: গতকাল অর্থাৎ ১২ অগাস্ট ইউটিউবে মুক্তি পেয়েছে মহেশ ভাট পরিচালিত ছবি 'সড়ক ২'-এর ট্রেলার। এই ছবি নিয়ে প্রথম দিকে মানুষের উৎসাহ থাকলেও, এখন পুরো বিষয়টাই বদলে গিয়েছে। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকেই বলিউডে শুধু না গোটা দেশের মানুষ 'স্টারকিড'-দের বয়কটের ডাক দিয়েছেন। এই ছবিতে মহেশ ভাটের দুই মেয়ে আলিয়া ও পুজা ভাটও অভিনয় করছেন। আছেন সঞ্জয় দত্ত ! অভিনয় করেছেন আদিত্য রয় কাপুরও। তবে সুশান্তের মৃত্যুর পর 'সড়ক ২' নিয়েও অনেক কথা ওঠে। সুশান্তের সঙ্গে কথা হওয়ার পরও মহেশ ভাট তাঁকে নেননি ছবিতে। এই ঘটনায় অনেকটাই মানসিক আঘাত পেয়েছিলেন সুশান্ত। তবে তাঁর মৃত্যুর পর তো গোটা বিষয়টাই বদলে যায়। এখনও চলছে মৃত্যুর তদন্ত।
মহেশ ভাট, করণ জোহর সহ বেশ কিছু পরিচালকের ছবি বয়কটের ডাক দিয়ে ছিলেন সুশান্তের ফ্যানেরা। অনন্যা পান্ডে, আলিয়া ভাট সহ বলিউডের স্টার কিডদের ছবি বয়কটের ডাকও দেওয়া হয়। তার ফলই হাতে নাতে পাওয়া গেল 'সড়ক ২'-এর ট্রেলার মুক্তির পর। এযাবৎ কাল পর্যন্ত ইউটিউবে যত ট্রেলর মুক্তি পেয়েছে, কিম্বা অন্য ভিডিও তাতে অপছন্দের তালিকায় সেরা 'সড়ক ২'। ইউটিউবে ১০০ শতাংশ মানুষের মধ্যে ৯৫ শতাংশ মানুষই অপছন্দ করেছেন ট্রেলার। দিয়েছেন ডিসলাইক। ইতিমধ্যে প্রায় ২০ মিলিয়ন মানুষ ডিসলাইক করেছেন এই ভিডিও। যা এর আগে ইউটিউবের কোনও ভিডিওতে হয়নি। ডিসলাইক পাওয়াতে ইউটিউবে বিশ্ব রেকর্ড গড়ল 'সড়ক ২'। মাত্র ১৬৪ হাজার লাইক পেয়েছে এই ভিডিও। প্রায় দুই যুগ পর মহেশ ভাটের পরিচালনাতেই মুক্তি পাচ্ছে 'সড়ক' ছবির সিক্যুয়েল। তবে ট্রেলর মুক্তিতেই নতুন রেকর্ড গড়ল সড়ক ২। আর এই রিপোর্ট দেখে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে ভাট পরিবারে। মানুষ যদি সত্যিই তাঁদের বয়কট করে, তবে ভারতে আর ছবি রিলিজ করে ব্যবসা করতে পারবেন না ভাটরা !
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নতুন রেকর্ড গড়ল 'সড়ক ২'! অপছন্দের তালিকায় সেরা ছবির ট্রেলার ! আতঙ্কে ভাট পরিবার !
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement