নীরজা দেখে শচীন বোল্ড আউট !
Last Updated:
একেবারে ব্লোড আউট ! সোনম কাপুর অসাধারণ ৷ গোটা ছবি দারুণ ৷ উৎসাহে ‘নীরজা’ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শচীন তেন্ডুলকর ৷ মঙ্গলবার মুম্বইয়ে সোনম কাপুর অভিনিত নতুন ছবি ‘নীরজা’ দেখে শচীন আপ্লুত ৷ দেরি না করে সিনেমা হলে বসেই করলেন ট্যুইট ৷
#মুম্বই: একেবারে ব্লোড আউট ! সোনম কাপুর অসাধারণ ৷ গোটা ছবি দারুণ ৷ উৎসাহে ‘নীরজা’ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শচীন তেন্ডুলকর ৷ মঙ্গলবার মুম্বইয়ে সোনম কাপুর অভিনিত নতুন ছবি ‘নীরজা’ দেখে শচীন আপ্লুত ৷ দেরি না করে সিনেমা হলে বসেই করলেন ট্যুইট ৷ জানালেন, ‘ফরগেটেন হিরো নীরজাকে নিয়ে সিনেমা হওয়ায় খুব খুশি ৷ নীরজা মাস্টওয়াচ ৷ সোনম কাপুরকে শুভেচ্ছা ৷ দারুণ অভিনয় করেছে সোনম ৷’
বিমানসেবিকা নীরজা ভানতের জীবন নিয়েই তৈরি হয়েছে এই ছবি ৷ প্যান এএম ফ্লাইটে যাত্রীদের বাঁচানোর তাগিদে অপহরণকারীদের হাতে মৃত্যু বরণ করেছিল নীরজা ভানত ৷ পরিচালক রাম মাধবানি এই গল্পই নিয়ে এসেছেন পর্দায় ৷ নীরজার চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর ৷ শুধু শচীন নয়, ‘নীরজা’ দেখে আপ্লুত গোটা বলিউড ৷
Happy about a film been made on a forgotten hero. Amazing performances by all. #Neerja is a must watch film. @atulkasbekar (2/2)
— sachin tendulkar (@sachin_rt) February 17, 2016
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2016 5:28 PM IST