চির বিদায় প্রিয় বন্ধু! পা ছুঁয়ে, মাথায় চন্দনের ফোঁটা দিয়ে ঐন্দ্রিলাকে বিদায় জানালেন সব্যসাচী
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
মাথায় চন্দনের ফোঁটা দিয়ে ঐন্দ্রিলাকে বিদায় জানালেন সঙ্গী সব্যসাচী। চোখের জল বাধ মানল না আর...
#কলকাতা: প্রথম থেকে শেষ দিন পর্যন্ত লড়াইয়ে তিনিই ছিলেন পাশে, তিনি সব্যসাচী। আজ ক্যাওড়াতলায় শেষকৃত্য সম্পন্ন হবে ঐন্দ্রিলার, তার আগে শেষবারের মতো ছুঁলেন তাঁর ভালবাসাকে। ছাড়তে মন চাইছে না, তবে ছেড়ে যেতে যে হবেই... পা ছুঁয়ে বারম্বার মাথা ঠুকে কী যেন বলছিলেন অভিনেতা। সেটা কী রাগের বহিঃপ্রকাশ? কেন এত তাড়াতাড়ি আমার সকল শূন্য করে, একা করে চলে গেলে, সেই অভিযোগ? নাকি যেখানেই থেকো খুব ভালো থেকো, সেই প্রার্থনা। আজ যতক্ষণ কাছে ছিলেন ঐন্দ্রিলা, এক মুহূর্ত চোখ সরেনি তাঁর থেকে সব্য়সাচীর। মাথায় চন্দনের ফোঁটা দিয়ে ঐন্দ্রিলাকে বিদায় জানালেন সঙ্গী সব্যসাচী। চোখের জল বাধ মানল না আর...
দীর্ঘ দিনের যুদ্ধ থামল। রবিবার সকালে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪-এই থেমে গেল তাঁর পথ চলা। রেখে গেলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী, মা, বাবা এবং দিদিকে। আচমকাই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছিল। অস্ত্রোপচারও করা হয়। তার পর এক সপ্তাহে একাধিক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। হাসপাতালের বিছানায় শুয়ে দীর্ঘ লড়াই চালালেও শেষ রক্ষা হল না। ডাক্তারদের সব প্রচেষ্টা ব্যর্থ করে অকালেই থেমে গেল তাঁর পথ চলা।
advertisement
advertisement
কেওড়াতলা মহাশশ্মানে শেষকৃত্য সম্পন্ন হল ঐন্দ্রিলার। পাশে ছিলেন পরিবার, সব্যসাচী এবং অভিনেত্রীর কাছের মানুষজন। ঐন্দ্রিলাকে শেষবারের মতো বিদায় জানিয়ে ফিরতে হল সবাইকেই।
advertisement
এরপর কাজ করেছেন মাল্টিস্টারার সিরিয়াল ‘জীবন জ্যোতি’তেও ৷ এর পর ছোটপর্দার ছবি ‘মিত্তির পাড়ার মারাদোনা’তে অভিনয়৷ জি বাংলা অরিজিনালসের 'ভোলে বাবা পার করেগা'-তে দেখা গিয়েছিল। এখন সবই নেটমাধ্য়মের সৌজন্য়ে চোখের সামনে রয়ে যাবে, তবে সবকিছু ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন বছর ২৪-এর ঐন্দ্রিলা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2022 9:56 PM IST