অশ্রুজলে শেষ বিদায়, কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল ঐন্দ্রিলার

Last Updated:

শেষকৃত্য সম্পন্নের আগে শেষবারের মতো ছুঁলেন তাঁর ভালবাসাকে। ছাড়তে মন চাইছে না, তবে ছেড়ে যেতে যে হবেই...

#কলকাতা: কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল ঐন্দ্রিলার। পাশে ছিলেন পরিবার, সব্যসাচী এবং অভিনেত্রীর কাছের মানুষজন। ঐন্দ্রিলাকে শেষবারের মতো বিদায় জানিয়ে ফিরতে হল সবাইকেই।
কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছল ঐন্দ্রিলার নিথর দেহ, কান্নায় ভেঙে পড়ল পরিবার। প্রথম থেকে শেষ দিন পর্যন্ত লড়াইয়ে তিনিই ছিলেন পাশে, তিনি সব্যসাচী। শেষকৃত্য সম্পন্নের আগে শেষবারের মতো ছুঁলেন তাঁর ভালবাসাকে। ছাড়তে মন চাইছে না, তবে ছেড়ে যেতে যে হবেই...
advertisement
advertisement
দীর্ঘ দিনের যুদ্ধ থামল। রবিবার সকালে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪-এই থেমে গেল তাঁর পথ চলা। রেখে গেলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী, মা, বাবা এবং দিদিকে। আচমকাই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছিল। অস্ত্রোপচারও করা হয়। তার পর এক সপ্তাহে একাধিক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। হাসপাতালের বিছানায় শুয়ে দীর্ঘ লড়াই চালালেও শেষ রক্ষা হল না। ডাক্তারদের সব প্রচেষ্টা ব্যর্থ করে অকালেই থেমে গেল তাঁর পথ চলা।
advertisement
কয়েকদিন আগেই এক রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ২৪ বছরের অভিনেত্রী তখন সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। শরীরের ডান দিক প্রায় অসাড় হয়ে গিয়েছিল। হাসপাতালে যাওয়ার আগে আগে বারবার বমি করছিলেন বলেও জানা যায়। retroperitoneal ewing sarcoma-এ আক্রান্ত তিনি আগে থেকেই। ডান দিকে ফুসফুসে একটি ১৯ সেন্টিমিটারের টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। পরীক্ষা করে জানা যায়, ইন্ট্রাক্র্যানিয়াল হ্যামারেজে আক্রান্ত তিনি।
advertisement
এরপর কাজ করেছেন মাল্টিস্টারার সিরিয়াল ‘জীবন জ্যোতি’তেও ৷ এর পর ছোটপর্দার ছবি ‘মিত্তির পাড়ার মারাদোনা’তে অভিনয় ৷ জি বাংলা অরিজিনালসের 'ভোলে বাবা পার করেগা'-তে দেখা গিয়েছিল। এখন সবই নেটমাধ্য়মের সৌজন্য়ে চোখের সামনে রয়ে যাবে, তবে সবকিছু ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন বছর ২৪-এর ঐন্দ্রিলা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
অশ্রুজলে শেষ বিদায়, কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল ঐন্দ্রিলার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement