Sabyasachi Chowdhury: 'খারাপ সময়ে সামনে দাঁড়িয়ে লড়ে যেতে হয়, ভালো সময়ে চুপিসারে সরে যেতে হয়', কেন এমন লিখলেন 'বামাখ্যাপা' সব্যসাচী চৌধুরী?

Last Updated:

''খারাপ সময়ে সামনে দাঁড়িয়ে লড়ে যেতে হয়, আর ভালো সময়ে চুপিসারে সরে যেতে হয়। জীবন আমায় এইটুকুই শিখিয়েছে।''...অভিমান সব্যসাচীর

#কলকাতা: ভিড় করে আছে অনেকটা অভিমান, মনটা ভাল নেই ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এর বামদেব ওরফে সব্যসাচী চৌধুরী-র(Sabyasachi Chowdhury)! কিন্তু কী হল? তিনি তো ভেঙে পড়ার মানুষ নন! প্রেমিকা ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে তিনি যে-ভাবে প্রতিদিন, প্রতি মুহূর্তে তাঁর পাশে থেকেছেন, সাহস জুগিয়েছেন, আগলে রেখেছেন, তা আর কারও অজানা না! দাঁতে দাঁত চেপে ‘ফাইট ঐন্দ্রিলা ফাইট’ মন্ত্র জপতে জপতে লড়ে গিয়েছেন এবং অবশেষে ক্যানসার-জয়ী ঐন্দ্রিলা। যে মানুষটা এত শক্ত, আচমকা তাঁর কী হল? কেন তিনি ফেসবুকে লিখলেন, ''খারাপ সময়ে সামনে দাঁড়িয়ে লড়ে যেতে হয়, আর ভালো সময়ে চুপিসারে সরে যেতে হয়। জীবন আমায় এইটুকুই শিখিয়েছে।''
আসলে সব্যসাচীর (Sabyasachi Chowdhury) মনখারাপ তাঁর বড় কাছের সিরিয়াল 'মহাপীঠ তারাপীঠ' -এর জন্য! গত ৩ বছরে সিরিয়ালটা আর শুধু কাজ নয়, তাঁর জীবনের একটা বড় অংশ হয়ে দাঁড়িয়েছে! বর্তমানে তীব্র অনিশ্চিত সিরিয়ালের ভবিষ্যৎ। নতুন বছরে স্টার জলসার সিরিয়ালের সময়সূচিতে বড় পরিবর্তন এসেছে। এবার থেকে আর রাত ১০টায় দেখা যাবে না জনপ্রিয় ধারাবাহিক 'মহাপীঠ তারাপীঠ' (Mahapeeth Tarapeeth)। শুক্রবারই শেষবারের মতো রাত ১০টায় সম্প্রচারিত হয় দর্শকদের প্রিয় এই সিরিয়াল। এদিনই ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে ধারাবাহিকের প্রধান চরিত্র বামাখ্যাপা খ্যাত সব্যসাচী চৌধুরী লিখলেন, '' আজ মহাপীঠ তারাপীঠ তিন বছর সম্পূর্ণ করলো। আজ মহাপীঠ তারাপীঠ শেষ বারের মতন রাত দশটায় সম্প্রচারিত হলো। যারা এতদিন রাত দশটা বাজার অপেক্ষা করতে, তাদের অজস্র ধন্যবাদ। তোমরা ছিলে বলে আমরা ছিলাম।''
advertisement
advertisement
নতুন বছরে একাধিক নতুন ধারাবাহিক নিয়ে আসছে স্টার জলসা, যেমন 'গুড্ডি', 'অনুরাগের ছোঁয়া'। স্টার জলসা প্রোমো দিয়ে জানিয়েছে, আগামী মাসের ৭ তারিখ থেকে রাত সাড়ে ন’টায় দেখা যাবে ওই ধারাবাহিক। সাড়ে ৯টার 'গঙ্গারাম' আধ ঘণ্টা পিছিয়ে জায়গা করে নেবে দশটায়। আর 'মহাপীঠ তারাপীঠ'? সূত্রের খবর, এবার থেকে রাত ১০টার পরিবর্তে সকাল ১১টায় দেখা যাবে এই সিরিয়াল। বলা বাহুল্য, দিনের ব্যস্ত সময়ে এই ধারাবাহিক সম্প্রচারিত হলে স্বাভাবিকভাবেই সিরিয়ালের দর্শক সংখ্যায় কোপ পড়বে! কাজেই সিরিয়ালের ভবিষ্যৎ আপাতত বিষ বাঁও জলে!
advertisement
প্রসঙ্গত, গত বছর টিআরপি’র তালিকায় বেশ পিছিয়ে ছিল স্টার জলসা। সেই সময়ে 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকটি একটা দীর্ঘ সময় স্লট লিডার ছিল। জলসায় যখন খড়া চলছে ঠিক তখনই মহাপীঠ এনেছিল ৭-এর বেশি নম্বর।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sabyasachi Chowdhury: 'খারাপ সময়ে সামনে দাঁড়িয়ে লড়ে যেতে হয়, ভালো সময়ে চুপিসারে সরে যেতে হয়', কেন এমন লিখলেন 'বামাখ্যাপা' সব্যসাচী চৌধুরী?
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement