Rwitobroto Mukherjee: ‘সময় যত এগোচ্ছে,বুঝতে পারছি তোমার থেকে কত শেখার আছে’, বাবার জন্মদিনে মনছোঁয়া শুভেচ্ছা

Last Updated:

মন ছুঁয়ে যাওয়া বার্তায় শান্তিলাল মুখোপাধ্যায়কে (Shantilal Mukherjee) জন্মদিনে শুভেচ্ছা জানালেন পুত্র ঋতব্রত (Rwitobroto Mukherjee) ৷

কলকাতা :  মন ছুঁয়ে যাওয়া বার্তায় শান্তিলাল মুখোপাধ্যায়কে (Shantilal Mukherjee) জন্মদিনে শুভেচ্ছা জানালেন পুত্র ঋতব্রত (Rwitobroto Mukherjee) ৷ ওপেন টী বায়োস্কোপ-এর কচুয়া ফেসবুকে ইংরেজিতে যা লিখেছেন তার তর্জমা করলে হয়, ‘‘সময় যত এগোচ্ছে, আমি বুঝতে পারছি তোমার থেকে কত কিছু শেখার আছে ৷ ধৈর্য, সহনশীলতা, মানুষ এবং প্রতিটা মুহূর্তের সঙ্গে প্রকৃত আবেগী সম্পর্ক এবং আরও কত কিছু’’ ৷ তুমি আমার কাছে শেখা ও অনুধাবনের প্রতিষ্ঠান ৷ তুমি সেই বিশাল প্রস্তরখণ্ড, যেখানে ভর দিতে পারি ৷ লিখেছেন ঋতব্রত ৷
তাঁর বাবা-ই তাঁর জানা সবথেকে বেশি যুক্তিবাদী ও স্পর্শকাতর মানুষ ৷ মনে করেন ঋতব্রত ৷ তাঁর কাছে যা যা আছে, সে সব কিছু পাওয়ার জন্য বাবা মাকে ধন্যবাদ জানিয়েছেন তরুণ অভিনেতা ৷ কেতাদুরস্ত পথে ক্রমশ তরুণ হয়ে ওঠার জন্য বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ অভিন্দনবার্তার সঙ্গে শেয়ার করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর দু’টি ছবি ৷
advertisement
advertisement
ছোট ও বড় পর্দার দাপুটে অভিনেতা শান্তিলালের জনপ্রিয়তা দর্শকদের মধ্যে তুঙ্গে ৷ তাঁর অভিনয়পাঠ মূলত রমাপ্রসাদ বণিক ও চন্দন সেনের কাছে ৷ বিভিন্ন ধারাবাহিকের পাশাপাশি শান্তিলালের নজরকাড়া অভিনয় সমৃদ্ধ করেছে ‘অন্তরমহল’, ‘কালবেলা’, ‘মনের মানুষ’, ‘কহানি’, ‘ছায়াময়’, ‘কানামাছি’, ‘কাঙাল মালসাট’, ‘বুনো হাঁস’, ‘চতুষ্কোণ’, ‘ব্যোমকেশ বক্সী’, ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’, ‘এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’, ‘পরী’ এবং ‘রক্ত রহস্য’-সহ অসংখ্য ছবিকে৷
advertisement
ছোট থেকেই বাবার পথে পা রেখেছেন ঋতব্রতও ৷ ‘কহানি’-তে ছোট্ট বিষ্ণুর চরিত্রে তার অভিনয় দর্শদের বাহবা পেয়েছিল ৷ এর পর দ্বিতীয় ছবি ‘ওপেন টী বায়োস্কোপ’-এ তিনি অনেকটাই পরিণত ৷ এর পর ‘দুর্গা সহায়’, ‘গোয়েন্দা জুনিয়র’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘রক্ত রহস্য’-এর মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে সমালোচকদের কলমেও ৷
অভিনেতা পুত্রের তাঁর অভিনেতা বাবাকে জানানো জন্মদিনের শুভেচ্ছায় আপাতত উচ্ছ্বসিত নেটিজেনরা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rwitobroto Mukherjee: ‘সময় যত এগোচ্ছে,বুঝতে পারছি তোমার থেকে কত শেখার আছে’, বাবার জন্মদিনে মনছোঁয়া শুভেচ্ছা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement