Rwitobroto Mukherjee: ‘সময় যত এগোচ্ছে,বুঝতে পারছি তোমার থেকে কত শেখার আছে’, বাবার জন্মদিনে মনছোঁয়া শুভেচ্ছা

Last Updated:

মন ছুঁয়ে যাওয়া বার্তায় শান্তিলাল মুখোপাধ্যায়কে (Shantilal Mukherjee) জন্মদিনে শুভেচ্ছা জানালেন পুত্র ঋতব্রত (Rwitobroto Mukherjee) ৷

কলকাতা :  মন ছুঁয়ে যাওয়া বার্তায় শান্তিলাল মুখোপাধ্যায়কে (Shantilal Mukherjee) জন্মদিনে শুভেচ্ছা জানালেন পুত্র ঋতব্রত (Rwitobroto Mukherjee) ৷ ওপেন টী বায়োস্কোপ-এর কচুয়া ফেসবুকে ইংরেজিতে যা লিখেছেন তার তর্জমা করলে হয়, ‘‘সময় যত এগোচ্ছে, আমি বুঝতে পারছি তোমার থেকে কত কিছু শেখার আছে ৷ ধৈর্য, সহনশীলতা, মানুষ এবং প্রতিটা মুহূর্তের সঙ্গে প্রকৃত আবেগী সম্পর্ক এবং আরও কত কিছু’’ ৷ তুমি আমার কাছে শেখা ও অনুধাবনের প্রতিষ্ঠান ৷ তুমি সেই বিশাল প্রস্তরখণ্ড, যেখানে ভর দিতে পারি ৷ লিখেছেন ঋতব্রত ৷
তাঁর বাবা-ই তাঁর জানা সবথেকে বেশি যুক্তিবাদী ও স্পর্শকাতর মানুষ ৷ মনে করেন ঋতব্রত ৷ তাঁর কাছে যা যা আছে, সে সব কিছু পাওয়ার জন্য বাবা মাকে ধন্যবাদ জানিয়েছেন তরুণ অভিনেতা ৷ কেতাদুরস্ত পথে ক্রমশ তরুণ হয়ে ওঠার জন্য বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ অভিন্দনবার্তার সঙ্গে শেয়ার করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর দু’টি ছবি ৷
advertisement
advertisement
ছোট ও বড় পর্দার দাপুটে অভিনেতা শান্তিলালের জনপ্রিয়তা দর্শকদের মধ্যে তুঙ্গে ৷ তাঁর অভিনয়পাঠ মূলত রমাপ্রসাদ বণিক ও চন্দন সেনের কাছে ৷ বিভিন্ন ধারাবাহিকের পাশাপাশি শান্তিলালের নজরকাড়া অভিনয় সমৃদ্ধ করেছে ‘অন্তরমহল’, ‘কালবেলা’, ‘মনের মানুষ’, ‘কহানি’, ‘ছায়াময়’, ‘কানামাছি’, ‘কাঙাল মালসাট’, ‘বুনো হাঁস’, ‘চতুষ্কোণ’, ‘ব্যোমকেশ বক্সী’, ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’, ‘এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’, ‘পরী’ এবং ‘রক্ত রহস্য’-সহ অসংখ্য ছবিকে৷
advertisement
ছোট থেকেই বাবার পথে পা রেখেছেন ঋতব্রতও ৷ ‘কহানি’-তে ছোট্ট বিষ্ণুর চরিত্রে তার অভিনয় দর্শদের বাহবা পেয়েছিল ৷ এর পর দ্বিতীয় ছবি ‘ওপেন টী বায়োস্কোপ’-এ তিনি অনেকটাই পরিণত ৷ এর পর ‘দুর্গা সহায়’, ‘গোয়েন্দা জুনিয়র’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘রক্ত রহস্য’-এর মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে সমালোচকদের কলমেও ৷
অভিনেতা পুত্রের তাঁর অভিনেতা বাবাকে জানানো জন্মদিনের শুভেচ্ছায় আপাতত উচ্ছ্বসিত নেটিজেনরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rwitobroto Mukherjee: ‘সময় যত এগোচ্ছে,বুঝতে পারছি তোমার থেকে কত শেখার আছে’, বাবার জন্মদিনে মনছোঁয়া শুভেচ্ছা
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement