Rupsha Chakraborty : মেয়ের ১ বছরের জন্মদিনে জমজমাট উদযাপন, ফেসবুকে ছবি শেয়ার অভিনেত্রীর

Last Updated:

দেখতে দেখতে ১ বছর বয়স হয়ে গেল কেটলির ৷ এই আদরের নামেই মেয়েকে ডাকেন রূপসা চক্রবর্তী (Rupsha Chakraborty )৷

কলকাতা : দেখতে দেখতে ১ বছর বয়স হয়ে গেল কেটলির ৷ এই আদরের নামেই মেয়েকে ডাকেন রূপসা চক্রবর্তী (Rupsha Chakraborty )৷ কেটলির জন্মদিন উদযাপনের ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী ৷ মাথার মুকুট থেকে বাহারি গোলাপি কেক ৷ একরত্তি কেটলির জন্য হাজির ছিল সবকিছুই ৷
মেয়েকে বড় করার পাশাপাশি কাজেও ফিরেছেন রূপসা ৷ সঞ্চালনা করছেন ‘আকাশ আট’-এর জনপ্রিয় শো ‘রাঁধুনী৷’ কাজের সঙ্গে সঙ্গে মেয়ের ছবিও শেয়ার করেন তিনি ৷
advertisement
অভিনেত্রী-সঞ্চালিকা রূপসা ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিনের মুখ ৷ ‘কাদম্বিনী’ ধারাবাহিকে ‘ব্রহ্মময়ী’ চরিত্রে তাঁর অভিনয় নজর কেড়েছিল ৷ এছাড়াও রূপসা অভিনয় করেছেন ‘দীপ জ্বেলে যাই, ‘জড়োয়ার ঝুমকো’, ‘রাখিবন্ধন’, ‘খোকাবাবু’, ‘কলের পুতুল’-সহ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি ৷ নির্মল হসি এবং সাবলীল অভিনয়ের সুবাদে দর্শকদের কাছে তিনি জনপ্রিয় ৷
advertisement
কেটলি ছাড়াও রূপসা পুত্রসন্তানের মা ৷ তার ছেলের বয়স ১৩ বছর ৷ বোনের জন্মদিনে দাদার উৎসাহও ছিল দেখার মতো ৷ রূপসার স্বামী পরিচালক স্নেহাশিস চক্রবর্তী ৷ স্নেহাশিসের সংস্থা ‘ব্লুজ প্রোডাকশন হাউস’ বাংলা বিনোদনের জগতে অগ্রণী ৷ ‘রাখিবন্ধন’, ‘স্ত্রী’, ‘বেনে বউ’, ‘খোকাবাবু’, ‘পিতা’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘তুমি রবে নীরবে’, ‘তা বলে কি প্রেম দেব না’, ‘ভালবাসা ডট কম’, ‘টাপুর টুপুর’-সহ একধিক প্রথম সারির ধারাবাহিক উপহার দিয়েছে স্নেহাশিসের সংস্থা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rupsha Chakraborty : মেয়ের ১ বছরের জন্মদিনে জমজমাট উদযাপন, ফেসবুকে ছবি শেয়ার অভিনেত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement