হোম /খবর /বিনোদন /
মেয়ের ১ বছরের জন্মদিনে জমজমাট উদযাপন, ফেসবুকে ছবি শেয়ার রূপসার

Rupsha Chakraborty : মেয়ের ১ বছরের জন্মদিনে জমজমাট উদযাপন, ফেসবুকে ছবি শেয়ার অভিনেত্রীর

রূপসা চক্রবর্তী, ছবি-ফেসবুক

রূপসা চক্রবর্তী, ছবি-ফেসবুক

দেখতে দেখতে ১ বছর বয়স হয়ে গেল কেটলির ৷ এই আদরের নামেই মেয়েকে ডাকেন রূপসা চক্রবর্তী (Rupsha Chakraborty )৷

  • Last Updated :
  • Share this:

কলকাতা : দেখতে দেখতে ১ বছর বয়স হয়ে গেল কেটলির ৷ এই আদরের নামেই মেয়েকে ডাকেন রূপসা চক্রবর্তী (Rupsha Chakraborty )৷ কেটলির জন্মদিন উদযাপনের ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী ৷ মাথার মুকুট থেকে বাহারি গোলাপি কেক ৷ একরত্তি কেটলির জন্য হাজির ছিল সবকিছুই ৷

মেয়েকে বড় করার পাশাপাশি কাজেও ফিরেছেন রূপসা ৷ সঞ্চালনা করছেন ‘আকাশ আট’-এর জনপ্রিয় শো ‘রাঁধুনী৷’ কাজের সঙ্গে সঙ্গে মেয়ের ছবিও শেয়ার করেন তিনি ৷

অভিনেত্রী-সঞ্চালিকা রূপসা ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিনের মুখ ৷ ‘কাদম্বিনী’ ধারাবাহিকে ‘ব্রহ্মময়ী’ চরিত্রে তাঁর অভিনয় নজর কেড়েছিল ৷ এছাড়াও রূপসা অভিনয় করেছেন ‘দীপ জ্বেলে যাই, ‘জড়োয়ার ঝুমকো’, ‘রাখিবন্ধন’, ‘খোকাবাবু’, ‘কলের পুতুল’-সহ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি ৷ নির্মল হসি এবং সাবলীল অভিনয়ের সুবাদে দর্শকদের কাছে তিনি জনপ্রিয় ৷

কেটলি ছাড়াও রূপসা পুত্রসন্তানের মা ৷ তার ছেলের বয়স ১৩ বছর ৷ বোনের জন্মদিনে দাদার উৎসাহও ছিল দেখার মতো ৷ রূপসার স্বামী পরিচালক স্নেহাশিস চক্রবর্তী ৷ স্নেহাশিসের সংস্থা ‘ব্লুজ প্রোডাকশন হাউস’ বাংলা বিনোদনের জগতে অগ্রণী ৷ ‘রাখিবন্ধন’, ‘স্ত্রী’, ‘বেনে বউ’, ‘খোকাবাবু’, ‘পিতা’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘তুমি রবে নীরবে’, ‘তা বলে কি প্রেম দেব না’, ‘ভালবাসা ডট কম’, ‘টাপুর টুপুর’-সহ একধিক প্রথম সারির ধারাবাহিক উপহার দিয়েছে স্নেহাশিসের সংস্থা ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Rupsha chakraborty, Tollywood