Arijit Singh-Rupam Islam: অরিজিতের মায়ের সঙ্গে আলাপ হওয়া প্রাপ্তি, আজ তিনি নেই, গায়কের শো-এর প্রচারে রূপম!

Last Updated:

Arijit Singh-Rupam Islam: অরিজিতের প্রশংসা করে রূপম সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘এর আগে আমি অরিজিতের শহরে পারফর্ম করেছি। সে নিয়ে অনেক সুখস্মৃতি রয়েছে, যা আজও টাটকা।’

অরিজিৎ-রূপম
অরিজিৎ-রূপম
কলকাতা: শহরে সাজো সাজো রব। অরিজিৎ সিং আসছেন বলে কথা। হাজার হাজার দর্শকের সামনে গান গাইবেন তিনি। অরিজিতের লাইভ কনসার্ট নিয়ে সারা দেশেই মাতামাতি চলে। আর বাংলার ছেলে বাংলায় গান গাইতে এলে যে উন্মাদনা চরমে পৌঁছবে, তা তো জানাই কথা। আর তাঁর অনুষ্ঠানের প্রচারে নামলেন বাংলারই আর এক গায়ক রূপম ইসলাম।
ইনস্টাগ্রামে অরিজিতের কনসার্টের পোস্টারের ছবি পোস্ট করে টিকিটের লিঙ্কও দিলেন তিনি। এক সঙ্গীতশিল্পী আর এক সঙ্গীতশিল্পীর প্রচারে মাঠে নামলেন। আর তাঁর এই প্রয়াসে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কেউ কেউ মনে করলেন সে দিনের কথা, যখন রূপমের কনসার্টে এক ঝলকের জন্য মঞ্চে দেখা দিয়েছিলেন অরিজিৎ। রূপম-ভক্তদের আশা, হয়তো অরিজিতের শো-তেও মঞ্চে উঠবেন রূপম।
advertisement
View this post on Instagram

A post shared by Rupam Islam (@rupamislam)

advertisement
advertisement
অরিজিতের প্রশংসা করে রূপম সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘এর আগে আমি অরিজিতের শহরে পারফর্ম করেছি। সে নিয়ে অনেক সুখস্মৃতি রয়েছে, যা আজও টাটকা। কাকিমা মানে অরিজিতের মায়ের সঙ্গে আলাপ হওয়াটা ছিল সবচেয়ে বড় প্রাপ্তি। আজ তো তিনি আর নেই। স্মৃতিটুকু থেকে যায়। এবার অরিজিৎ সিং আরেকবার আমার শহর মাতাতে আসছে। আমি অবশ্যই থাকছি দর্শক-শ্রোতা হিসেবে। জানিই, দারুণ একটা কনসার্ট দেখব। তোমরা আসছ তো?’
advertisement
কলকাতার অ্যাকোয়াটিকায় অনুষ্ঠান করবেন বলিউড গায়ক। আগামী ১৮ তারিখ তাঁর গান শুনতে যাচ্ছেন শহরের তারকা থেকে সাধারণেরা। যদিও টিকিটের মূল্য এতই বেশি যে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারছেন না। সে কথা রূপমের পোস্টে বারবার জানালেন ভক্তরা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh-Rupam Islam: অরিজিতের মায়ের সঙ্গে আলাপ হওয়া প্রাপ্তি, আজ তিনি নেই, গায়কের শো-এর প্রচারে রূপম!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement