'হইচই অানলিমিটেড'-এ মিমি না থাকলেও, রুক্মিণী আসবে না: অনিকেত চট্টোপাধ্যায়

Last Updated:

'হইচই অানলিমিটেড'-এ মিমি না থাকলেও, রুক্মিণী আসবে না: অনিকেত চট্টোপাধ্যায়

#কলকাতা: বাজারে খবর ছড়িয়েছে, দেব প্রযোজিত, অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত 'হইচই আনলিমিটেড'-এর নাকী নায়িকা বদল হয়েছে। দেব-এর বিপরীতে ছিলেন মিমি চক্রবর্তী! কিন্তু রাতারাতি তাঁকে সরিয়ে এন্ট্রি নিয়েছেন রুক্মিণী মৈত্র!
কিন্তু এই খবরকে সম্পূর্ণ ভুল বলে জানালেন খোদ পরিচালক। তিনি স্পষ্ট বললেন,
মিমির ডেট নিয়ে কিছু সমস্যা হয়েছে। কিন্তু ও ছবিটা করবে না, এমন কোনও ফাইনাল সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি! আর যদি বা মিমির জায়গায় অন্য কোনও নায়িকাকে নেওয়া হয়, তা হলে সে রুক্মিণী মৈত্র হবে না! দ্যাটস ফর সিওর!
advertisement
আগাগোড়া কমেডি ছবি 'হইচই আনলিমিটেড'! এখানে দেব ঘরজামাই! তাঁর স্ত্রী একজন নামিদামী ব্যবসায়ীর মেয়ে। ছবির কিছু অংশর শুটিং হবে উজবেকিস্থানে। রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়ও।
বাংলা খবর/ খবর/বিনোদন/
'হইচই অানলিমিটেড'-এ মিমি না থাকলেও, রুক্মিণী আসবে না: অনিকেত চট্টোপাধ্যায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement