ঋষি কাপুরের সঙ্গে ঋদ্ধিমার মেয়ে, নাতনির জন্মদিনের ছবিতে ফের ভাইরাল দাদু
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
কোনও ভাবেই ঋদ্ধিমা মানতেপারছেন না যে তাঁর বাবা ঋষি কাপুর আর নেই
#মুম্বই: চলচ্চিত্র জগতে দশকের পর দশক ধরে রাজত্ব করেছেন কাপুর পরিবারের অন্যতম প্রতিভাবান নায়ক তথা অভিনেতা ঋষি কাপুর ৷ প্রধানত রোমান্টিক নায়ক হিসাবেই তাঁর পরিচিতি ৷ অভিনয়ের দক্ষতা ও মিষ্টি স্বভাবের মানুষটি বাড়ির প্রত্যেকের কাছে অত্যন্ত প্রিয় যেমন ছিলেন তেমনই অগণিত ভক্তের কাছের মানুষও তিনি ৷ গত ৩০ এপ্রিল ঋষি কাপুর প্রয়াত হয়েছেন ৷ তাঁর মৃত্যুর ধাক্কা এখনও পরিবার পরিজনেরা সামলে উঠতে পারেননি ৷

বিশেষত মেয়ে ঋদ্ধিমা কাপুর বাবার মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি ৷ বাবার সঙ্গে, বাবার স্মৃতিতে যেন ফের একবার বাঁচার রসদ যোগাড় করেই চলেছেন ৷ সম্প্রতি ঋদ্ধিমা কাপুর ঋষি কাপুরের একটি ছবি শেয়ার করেছেন ৷ ছবিতে রয়েছে ঋদ্ধিমার মেয়ের সঙ্গে দাদু ঋষি কাপুর ৷ নাতনির সমারার জন্মদিনে বেশ হাসিখুশি দেখাচ্ছে দাদু ঋষি কাপুরকে ৷ সমারার সঙ্গে ঋষি কাপুরের সামনে রয়েছে জন্মদিনের কেক ৷ প্রিয় নাতনিকে জড়িয়ে ধরে কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলেন ঋষি ৷
advertisement
advertisement
বাবাকে হারিয়ে ফের সেই ছবি দেখে ভাবুক হয়ে পড়েছেন ঋষিকন্যা ৷ চোখ বেয়ে নেমে এসেছে অশ্রুধারা ৷ বারেবারে মনে পড়ছে বাবাকে ৷ পরিবারের প্রতিটি মানুষের মনের কাছাকাছি ছিলেন তিনি ৷ বাবার সঙ্গে বেশ কিছু পারিবারিক জমায়েতে ঋদ্ধিমাকে দেখতে পাওয়া গিয়েছে ৷ ঋষি কাপুর প্রয়াত হয়েছেন ১৪ দিন আগে ৷ তবুও যেন কোনও ভাবেই ঋদ্ধিমার মন মেনে নিতে পারছেনা, যে বাবার আর নেই ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2020 7:52 PM IST