#মুম্বই: কাপুর পরিবারের অন্যতম প্রতিভাবান সদস্য ঋষি কাপুর গত ৩০ এপ্রিল প্রয়াত হয়েছেন ৷ তাঁর মৃত্যুতে এক ঝড় বয়ে গিয়েছে বলিউডের উপর দিয়ে ৷ সারা দেশে তো বটেই বিদেশেও অগণিত ঋষি ভক্ত গভীর ভাবে শোকাহত হয়েছেন ৷ লকডাউনের কারণে ঋষি কাপুরের শেষযাত্রায় অনেকেই যোগ দিতে পারেননি ৷ মাত্র ২০ থেকে ২৫ জন যোগ দিতে পেরেছিলেন প্রিয় অভিনেতার শেষকৃত্যে ৷
Why this? Including mine and thereafter.When I die, I must be prepared.None will shoulder me. Very very angry with today's so called stars.
— Rishi Kapoor (@chintskap) April 27, 2017
বহু মানুষ এখনও কোনও ভাবেই মেনে নিতে পারছেন না তাঁদের চিন্টু আর বেঁচে নেই ৷ কাছের মানুষের এই ভাবে চলে যাওয়াতে মন ভারাক্রান্ত সকলের ৷ সব থেকে আশ্চর্যের বিষয় এই যে নিজের শেষযাত্রা নিয়ে স্বয়ং ঋষি কাপুর তিন বছর আগে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে ৷ ২৭ এপ্রিল ২০১৭ সালে একটি ট্যুইটে জানিয়েছিলেন 'আমি যখন মারা যাব মৃতদেহ কাঁধে নেওয়ার মত কেউ থাকবে না ৷' বিনোদ খান্নার প্রয়াণের সময়েই এমন আশঙ্কাপ্রকাশ করেছিলেন ঋষি কাপুর ৷
বিনোদ খান্নার মৃত্যুর পরে শেষযাত্রায় অনেক কম মানুষ একত্রিত হয়েছিলেন যা নিয়ে বেশ ক্ষোভপ্রকাশ করেছিলেন ঋষি ৷ রেগে গিয়ে বলেছিলেন তাঁকেও প্রস্তুত থাকতে হবে শেষ সময়ের জন্য ৷ তিন বছর আগের ট্যুইট যেন সেই সম্ভাবনাই সত্যি করল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Rishi Kapoor, Rishi Kapoor Death