কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই চমক ঋদ্ধিমা ঘোষের (Ridhima Ghosh) ৷ সোমবার সকাল সকাল শহরের তাপমাত্রার পারদ চড়ালেন অভিনেত্রী ৷ টলিউডের অত্যন্ত মিষ্টি নায়িকা হিসেবেই পরিচিত ঋদ্ধিমা (Ridhima Ghosh Photoshoot) ৷ তাঁকে হঠাৎ ভিন্ন অবতারে দেখলে নেটিজেনদের মধ্যে উৎসাহ তো জাগবেই ৷ যেন স্বপ্নসুন্দরী... অনুরাগীরা চোখ ফেরাতেই পারছেন না ৷ ফ্যাশন ফটোগ্রাফার তথাগত ঘোষের তোলা ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে ঋদ্ধিমা লেখেন, ‘‘ আই এম জাস্ট আ ড্রিমার... (I am just a dreamer)৷’’
আরও পড়ুন-Viral Video: দুনিয়ার সবচেয়ে দামি ‘আলুভাজা’! ফ্রেঞ্চ ফ্রাইসের দাম শুনলে চমকে উঠবেন
বউয়ের ছবিতে কমেন্ট করতে ভোলেননি গৌরব চক্রবর্তীও। সাদা চাদরে ঢাকা, হালকা মেক আপে মোহময়ী লাগছেন অভিনেত্রী ৷ বিছানায় উপুর হয়ে শুয়ে রয়েছেন অভিনেত্রী ৷ তবে ছবিটি যে অত্যন্ত সুন্দর, তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷
View this post on Instagram
বউয়ের ছবিতে প্রথম কমেন্ট করেছেন গৌরবই। ইমোজি-সহ পোস্ট করেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ridhima ghosh