রিয়ার জন্য আনা জামা-কাপড় ফেরত পাঠানো হল ! দেখা করতে দেওয়া হল না পরিবারের সঙ্গে !

Last Updated:

তিন গ্রেফতার অভিযুক্তদের সঙ্গে রিয়াকে আদালতে নিয়ে যাওয়া হবে ৷ খবর রয়েছে, রিয়ার বিরুদ্ধে প্রচুর তথ্য প্রমাণ পেয়েছে এনসিবি ৷

#মুম্বই: তিন দিন টানা জেরার পর গ্রেফতার গতকাল হয়েছেন বলিউড অভিনেত্রী ও সুশান্ত সিং রাজপুতের ‘প্রেমিকা’ রিয়া চক্রবর্তী ! গতকাল তাঁকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে এনসিবি কোয়াটারে  থাকতে হয়েছে রিয়া ৷ কাল থেকে ১৪ দিনের জেল হেফাজতে অভিনেত্রী ৷ তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, রিয়ার আইনজীবী করোনা আশঙ্কা দেখিয়ে, মঙ্গলবার রাতে রিয়ার লকআপে থাকার বিষয়টিকে আটকানোর শেষ প্রচেষ্টা চালাচ্ছেন ৷ খবর অনুযায়ী, গ্রেফতারের পরে এবার রিয়ার মেডিক্যাল টেস্ট করা হয় ৷ জানা গিয়েছে, অন্য তিন গ্রেফতার অভিযুক্তদের সঙ্গে রিয়াকে আদালতে নিয়ে যাওয়া হবে ৷ খবর রয়েছে, রিয়ার বিরুদ্ধে প্রচুর তথ্য প্রমাণ পেয়েছে এনসিবি ৷
আজ রিয়ার বাড়ি থেকে একটি বড় ব্যাগ নিয়ে একজন দেখা করতে আসে। সেই ব্যাগের মধ্যে ছিল রিয়ার জামা কাপড়। কিন্তু ওই ভদ্র মহিলাকে রিয়ার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।  আটকে দেয় পুলিশ। এর পর আজই রিয়ার আইনজীবী রিয়ার জামানতের জন্য ফের একবার চেষ্টা চালাচ্ছেন। তিনিও পৌঁছে গিয়েছেন এনসিবি কোয়াটারে।
সুশান্ত সিং রাজপুতের শেষ প্রেমিকা ছিলেন রিয়া। বলিউডে রিয়া কোনও দিনই মাটি শক্ত করতে পারেননি। সুশান্তের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন তিনি। তবে তাঁর জীবন একেবারে বদলে গেল সুশান্তের আত্মহত্যার পর। অভিনেতার বাড়ির লোকেরা রিয়াকেই সন্দেহের তালিকায় রেখেছেন। তাঁদের দাবি রিয়ার জন্যই সুশান্তকে মরতে হয়েছে। এমনকি সুশান্তের প্রাক্তণ প্রেমিকা অঙ্কিতা লোখান্ডেও দোষারোপ করেছেন রিয়াকে। কিন্তু সিবিআই তদন্ত শুরু করলে রিয়া স্বীকার করেন তিনি নিয়মিত মাদক নিতেন। এই কারণেই এনসিবি গ্রেফতার করে তাঁকে। তবে এই সূত্র ধরেই কি খুঁজে বার করা যাবে সুশান্তের মৃত্যুর কারণ ! অপেক্ষায় গোটা দেশ।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
রিয়ার জন্য আনা জামা-কাপড় ফেরত পাঠানো হল ! দেখা করতে দেওয়া হল না পরিবারের সঙ্গে !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement