হোম /খবর /বিনোদন /
‘সন্তানরা’ তাদের দিদিমার বাড়িতে, স্বচ্ছ জলে বিকিনিতে মধুচন্দ্রিমা নববধূ রিয়ার

Rhea Kapoor : ‘সন্তানরা’ তাদের দিদিমার বাড়িতে, স্বচ্ছ নীল জলে বিকিনিতে মধুচন্দ্রিমা নববধূ রিয়ার

রিয়া কপূর, ছবি-ইনস্টাগ্রাম

রিয়া কপূর, ছবি-ইনস্টাগ্রাম

সদ্য বিবাহিত রিয়া কপূরের (Rhea Kapoor) কেতাদুরস্ত ছবি চর্চিত সামাজিক মাধ্যম ৷

  • Last Updated :
  • Share this:

নয়াদিল্লি : সদ্য বিবাহিত রিয়া কপূরের (Rhea Kapoor) কেতাদুরস্ত ছবি চর্চিত সামাজিক মাধ্যম ৷ সে ছবিতে দেখা যাচ্ছে রিয়া মলদ্বীপে সুইমিং পুলের স্বচ্ছনীল জলে ভেসে আছেন বিকিনিতে ৷ নেটিজেনরা ধরেই নিয়েছেন এটা রিয়ার মধুচন্দ্রিমার ছবি ৷ ছবি পাশাপাশি নজর কেড়ে নিয়েছে ক্যাপশনও ৷ রিয়া লিখেছেন, ‘‘বাচ্চাদের দিদিমার কাছে রেখে এসেছি৷’’

এখানে তাঁদের সন্তান বলতে রিয়া বুঝিয়েছেন তাঁর ও স্বামী করণ বুলানির পোষা কুকুরদের কথা ৷ অনিলকন্যার ছবি ও ক্যাপশনে নেটিজেনরা উচ্ছ্বসিত ৷

গত মাসে মুম্বইয়ে এক ঘরোয়া এবং আন্তরিক অনুষ্ঠানে দীর্ঘদিনের প্রেমিক করণ বুলানিকে বিয়ে করেছেন রিয়া ৷ অনিল কপূরের জুহুর বাংলোয় বসেছিল বিয়ের আসর ৷ নিমন্ত্রিত ছিলেন শুধু দুই পরিবারের আত্মীয় পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধুরা ৷

বর্ষীয়ান অভিনেতা অনিল কপূর এবং অলঙ্কার ডিজাইনার সুনীতা কপূরের ছোট মেয়ে হলেন রিয়া ৷ অভিনেত্রী সোনম কপূর ও অভিনেতা হর্ষবর্ধন কপূর তাঁর দিদি ও ভাই ৷

রিয়া নিজেও যুক্ত বলিউডের সঙ্গে ৷ তিনি পেশায় একজন স্টাইলিস্ট ৷ দিদি সোনমের স্টাইলিস্ট হয়ে কাজ করেছেন বেশ কিছু ছবিতে ৷ ‘আয়শা’, ‘খুবসুরত’, ‘ভিরা দি ওয়েডিং’-সহ সোনমের কিছু ছবিতে রিয়া সহ-প্রযোজক ৷ এছাড়া দুই বোন ফ্যাশন দুনিয়াতেও উল্লেখযোগ্য নাম ৷ তাঁদের একটি অ্যাপারেল ব্র্যান্ড আছে ৷ তার নাম ‘রিসোন’ ৷ রিয়া ও সোনমের নাম মিলিয়ে ব্র্যান্ডের নামকরণ করা হয়েছে ৷ ২০১৭ সালে ‘রিসোন’-এর পথ চলা শুরু ৷ ইতিমধ্যেই ফ্যাশন দুনিয়ায় পরিচিত কপূরবোনেদের এই অ্যাপারেল ব্র্যান্ড ৷

করণ বুলানির সঙ্গে রিয়ার আলাপ কাজের সূত্রেই ৷ ২০১০ সালের ছবি ‘আয়শা’-য় করণ ছিলেন সহকারী পরিচালক ৷ এই ছবিতেও নায়িকা ছিলেন সোনম কপূরই ৷ বিয়ের আগে থেকেই বহুদিন ধরে করণ কপূর পরিবারে স্বাগত ৷ কার্যত পরিবারের এক জন সদস্য হয়েই অংশ নিতেন পারিবারিক সব অনুষ্ঠানে ৷ রিয়ার বিয়ের অনুষ্ঠানে নেটিজেনদের মন জয় করে নিয়েছিল দিদি সোনমের সাজও ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Anil kapoor, Rhea Kapoor, Sonam Kapoor