Rhea Kapoor : ‘সন্তানরা’ তাদের দিদিমার বাড়িতে, স্বচ্ছ নীল জলে বিকিনিতে মধুচন্দ্রিমা নববধূ রিয়ার

Last Updated:

সদ্য বিবাহিত রিয়া কপূরের (Rhea Kapoor) কেতাদুরস্ত ছবি চর্চিত সামাজিক মাধ্যম ৷

নয়াদিল্লি : সদ্য বিবাহিত রিয়া কপূরের (Rhea Kapoor) কেতাদুরস্ত ছবি চর্চিত সামাজিক মাধ্যম ৷ সে ছবিতে দেখা যাচ্ছে রিয়া মলদ্বীপে সুইমিং পুলের স্বচ্ছনীল জলে ভেসে আছেন বিকিনিতে ৷ নেটিজেনরা ধরেই নিয়েছেন এটা রিয়ার মধুচন্দ্রিমার ছবি ৷ ছবি পাশাপাশি নজর কেড়ে নিয়েছে ক্যাপশনও ৷ রিয়া লিখেছেন, ‘‘বাচ্চাদের দিদিমার কাছে রেখে এসেছি৷’’
এখানে তাঁদের সন্তান বলতে রিয়া বুঝিয়েছেন তাঁর ও স্বামী করণ বুলানির পোষা কুকুরদের কথা ৷ অনিলকন্যার ছবি ও ক্যাপশনে নেটিজেনরা উচ্ছ্বসিত ৷
গত মাসে মুম্বইয়ে এক ঘরোয়া এবং আন্তরিক অনুষ্ঠানে দীর্ঘদিনের প্রেমিক করণ বুলানিকে বিয়ে করেছেন রিয়া ৷ অনিল কপূরের জুহুর বাংলোয় বসেছিল বিয়ের আসর ৷ নিমন্ত্রিত ছিলেন শুধু দুই পরিবারের আত্মীয় পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধুরা ৷
advertisement
advertisement
বর্ষীয়ান অভিনেতা অনিল কপূর এবং অলঙ্কার ডিজাইনার সুনীতা কপূরের ছোট মেয়ে হলেন রিয়া ৷ অভিনেত্রী সোনম কপূর ও অভিনেতা হর্ষবর্ধন কপূর তাঁর দিদি ও ভাই ৷
রিয়া নিজেও যুক্ত বলিউডের সঙ্গে ৷ তিনি পেশায় একজন স্টাইলিস্ট ৷ দিদি সোনমের স্টাইলিস্ট হয়ে কাজ করেছেন বেশ কিছু ছবিতে ৷ ‘আয়শা’, ‘খুবসুরত’, ‘ভিরা দি ওয়েডিং’-সহ সোনমের কিছু ছবিতে রিয়া সহ-প্রযোজক ৷ এছাড়া দুই বোন ফ্যাশন দুনিয়াতেও উল্লেখযোগ্য নাম ৷ তাঁদের একটি অ্যাপারেল ব্র্যান্ড আছে ৷ তার নাম ‘রিসোন’ ৷ রিয়া ও সোনমের নাম মিলিয়ে ব্র্যান্ডের নামকরণ করা হয়েছে ৷ ২০১৭ সালে ‘রিসোন’-এর পথ চলা শুরু ৷ ইতিমধ্যেই ফ্যাশন দুনিয়ায় পরিচিত কপূরবোনেদের এই অ্যাপারেল ব্র্যান্ড ৷
advertisement
করণ বুলানির সঙ্গে রিয়ার আলাপ কাজের সূত্রেই ৷ ২০১০ সালের ছবি ‘আয়শা’-য় করণ ছিলেন সহকারী পরিচালক ৷ এই ছবিতেও নায়িকা ছিলেন সোনম কপূরই ৷ বিয়ের আগে থেকেই বহুদিন ধরে করণ কপূর পরিবারে স্বাগত ৷ কার্যত পরিবারের এক জন সদস্য হয়েই অংশ নিতেন পারিবারিক সব অনুষ্ঠানে ৷ রিয়ার বিয়ের অনুষ্ঠানে নেটিজেনদের মন জয় করে নিয়েছিল দিদি সোনমের সাজও ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rhea Kapoor : ‘সন্তানরা’ তাদের দিদিমার বাড়িতে, স্বচ্ছ নীল জলে বিকিনিতে মধুচন্দ্রিমা নববধূ রিয়ার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement