মাদক কাণ্ডে রিয়া জামিন পেলেও ভাই শৌভিকের জামিনের আবেদন খারিজ আদালতের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগে গ্রেফতার হয়েছিলেন শৌভিক।
#মুম্বই: এমনটা যে ঘটতে পারে ৷ তার আভাস আগের থেকেই ছিল ৷ অবশেষে মাদক কাণ্ডে জামিন পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। প্রায় এক মাস মুম্বইয়ের বাইকুল্লা জেলে ছিলেন তিনি। বম্বে হাইকোর্ট বুধবার তাঁর জামিনের আবেদনে শিলমোহর দিয়েছে। তবে রিয়া এদিন জামিন পেলেও পাননি তাঁর ভাই শৌভিক চক্রবর্তী ৷ শৌভিকের জামিনের আবেদন খারিজ করেছে আদালত ৷
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগে গ্রেফতার হয়েছিলেন শৌভিক। দুই ড্রাগ পেডলার জাইদ ভিলাত্রা এবং আবদুল বসিত পরিহারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলেও তদন্ত করতে গিয়ে জানতে পারেন নারকোটিক্স ব্যুরো-র (NCB) তদন্তকারী অফিসাররা। তারপরই শৌভিককে গ্রেফতার করা হয় ৷ এরপর গ্রেফতার হন দিদি রিয়াও ৷ তিনি জামিন পেলেও ভাইয়ের জামিনের আবেদন নাকচ করেছে আদালত ৷
advertisement
Rhea Chakraborty gets bail on personal bond of Rs 1 lakh.
Court says, "Rhea should mark her presence for 10 days in police station after release, deposit her passport, not travel abroad without court permission & inform investigating officer if she has to leave Greater Mumbai" https://t.co/TBCLt1Cblx — ANI (@ANI) October 7, 2020
advertisement
advertisement
সংবাদসংস্থা ANI সূত্রে খবর, বুধবার ১ লক্ষ টাকার বন্ডে আদালতে জামিন পেয়েছেন রিয়া। তবে জামিন পেলেও আগামী ১০ দিন তাঁকে থানায় হাজিরা দিতে হবে। এছাড়াও রিয়াকে থানায় পাসপোর্টও জমা রাখতে হবে। পাশাপাশি গ্রেটার মুম্বইয়ের বাইরে যেতে হলে তদন্তকারী আধিকারিকের অনুমতি নিতে হবে রিয়াকে। দেশের বাইরে যেতে হলে রিয়াকে অনুমতি নিতে হবে আদালতের।
advertisement
রিয়া ও শৌভিক চক্রবর্তী ছাড়াও এদিন স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্ত এবং আবদুল বাসিত পরিহারের জামিনের আবেদনের শুনানিও হয় বোম্বে হাইকোর্টে। স্যামুয়েল মিরান্ডা ও সুশান্তের বাড়ির রাঁধুনি ও ম্যানেজার দীপেশ সাওয়ান্তও এদিন জামিন পান। তবে শৌভিকের পাশাপাশি জামিনের আবেদন খারিজ হয়েছে বসিত পরিহারেরও ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2020 11:55 AM IST