শাশ্বত নয়, এবার ‘বব বিশ্বাস’ হচ্ছেন অভিষেক বচ্চন !
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
বলিউডে বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল ৷ শোনা গিয়েছিল পরিচালক সুজয় ঘোষ নাকি ‘কাহানি’ ছবির প্রিকুয়্যাল তৈরি করতে চলেছেন ৷
#মুম্বই: বলিউডে বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল ৷ শোনা গিয়েছিল পরিচালক সুজয় ঘোষ নাকি ‘কাহানি’ ছবির প্রিকুয়্যাল তৈরি করতে চলেছেন ৷ সেই গুঞ্জনকেই যেন শিলমোহর দিয়ে ফেললেন শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ ৷ সম্প্রতি এই সংস্থার পক্ষ থেক ট্যুইট করে জানানো হল, ফের মাঠে নামছেন পরিচালক সুজয় ঘোষ ৷ আর এবার ছবির নাম ‘বব বিশ্বাস’ !
সুজয় ঘোষের ‘কাহানি’ ছবির বব বিশ্বাস চরিত্রে অভিনয় করে তাক ফেলেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ৷ তারপর থেকেই পরিচালক সুজয় ঘোষের মগজে চলছিল, এই বব বিশ্বাসকে নিয়ে আলাদা ছবির গল্প তৈরি করা ৷ আর সেই ভাবনারই ফসল এবার ফলাতে চলেছেন সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ ৷ জানা গিয়েছে, ‘বব বিশ্বাস’ ছবির পরিচালনার দায়িত্বেই থাকছেন সুজয় কন্যা দিয়া ৷
advertisement
advertisement
তবে বব বিশ্বাস কিন্তু মোটেই শাশ্বত নয়, যেহেতু এই ছবি আদ্যপান্থ পুরোটাই বলিউডি ৷ তাই এই ছবিতে বব বিশ্বাসের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2019 9:58 AM IST