Tubelight Movie Review: যুদ্ধ, সলমন ও ভাইয়ে ভাইয়ে প্রেম !

Last Updated:

‘বজরঙ্গি ভাইজান’-এর শেষ দৃশ্যটা যদি মনে থাকে, তাহলে টিউবলাইটের শুরু বুঝতে অসুবিধা হয় না ৷

#কলকাতা: ‘বজরঙ্গি ভাইজান’-এর শেষ দৃশ্যটা যদি মনে থাকে, তাহলে টিউবলাইটের শুরু বুঝতে অসুবিধা হয় না ৷ বজরঙ্গি ভাইজান ছবির ‘ট্রি্টমেন্ট’ যদি মনে থাকে, তাহলে টিউবলাইট ছবিকে সেই একই ঘরানায় ফেলা যায় ৷ তবে পরিচালক কবীর খান, বজরঙ্গি ভাইজান থেকে একটু এগিয়ে গিয়ে টিউবলাইট ছবিটি তৈরি করেছেন ! ভাবছেন সেটা আবার কেমন ব্যাপার?
গত কয়েক সলমনের ছবিতে একটা ট্রেন্ড স্পষ্ট ৷ প্রেমের সম্পর্কের বাইরেও, সলমনকে নিয়ে পরিচালকরা অন্যান্য সম্পর্ককে ছবির মূল গল্পের মধ্যে নিয়ে এসে ফেলছে ৷ আর এ ব্যাপারে সলমন একেবারেই ‘অতি-সাধারণ’ চরিত্রের অভিনেতা ৷ ঠিক যেমন কুস্তিুগীর ‘সুলতান’, হেল্পফুল ‘বজরঙ্গি ভাইজান’ আর এবার লক্ষ্মী সিং বিস্ট ওরফে ‘টিউবলাইট’ ৷ এই ছবির মূল আকর্ষণই হল ভাইয়ে ভাইয়ে প্রেম ! আর সঙ্গে আবেগকে তুমুল পর্যায়ে উসকে দিতে ইন্দো-চিন যুদ্ধ, বর্ডার সমস্যা ! যা সম্প্রতিকালে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ৷ আর এই বিষয়কেই অন্যভাবে ক্যাশ করলেন পরিচালক কবীর খান ৷ মোটামুটি ‘টিউবলাইট’ ছবির উদ্দেশ্য ও বিধেয় এটাই ৷ আর যা বাকি থাকে, তা হল সলমন খান, সলমন খান ও শুধুই সলমন খান৷
advertisement
এই ছবিতে সলমন খান ‘ইনোসেন্ট’, ‘গোল্ডেন হার্টেড’ একজন মানুষ ৷ যার এক হাসিতেই সমাধান সব কিছু ৷ এই হাসিকে সম্বল করেই এগিয়ে যাওয়ার স্বপ্নে বুঁদ লক্ষ্মী সিং বিস্ট ওরফে সলমন খান ৷ এই সময়ই জীবনে এন্ট্রি করে এক চিনা মেয়ে ও এক বাচ্চা ৷ প্রেক্ষাপটে ইন্দো-চিন যুদ্ধ ৷
advertisement
কবীর খানের টিউবলাইট ছবির সিনেম্যাটোগ্রাফি এই ছবি থেকে পাওয়া সব থেকে বড় উপহার ৷ গল্প বলার ঢং, বজরঙ্গি ভাইজান ছবি থেকে খুব একটা আলাদা না হলেও, ছবির সংলাপে সাম্প্রতিক কয়েকটি বিষয়ে খুব সুন্দর করে তুলে এনেছেন পরিচালক কবীর খান ৷ যা সত্যিই বাহবা পাওয়ার মতো ৷
advertisement
শেষমেশ বলা যায়, টিউবলাইট একেবারেই সলমন খানের ফ্যানেদের জন্য তৈরি ছবি ৷ ইদকে মাথায় রেখে, সলমন খানের ফ্যানদের উপহার দেওয়ার জন্য টিউবলাইট ঠিকঠাক একটা গিফট হ্যাম্পার ! যেখানে সলমন ম্যাজিকই একমাত্র ইউএসপি!
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tubelight Movie Review: যুদ্ধ, সলমন ও ভাইয়ে ভাইয়ে প্রেম !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement