কেন সেদিন যুবককে মারধর করেছিলেন সুপাস্টার দেব ? ফাঁস হল তথ্য
Last Updated:
#কলকাতা: বুঝুন ঠ্যালা ৷ যে ছোট্ট ক্লিপ নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া ৷ সেই ক্লিপের অন্দরে এত কিছু ৷ যে ক্লিপ দেখে হতবাক হয়েছিলেন আট থেকে আশি ৷ তা আসলে গিমিক ! অনেকে তো ভাবতেই পাচ্ছিলেন না, দেব এমন করতে পারে ৷ এখন সব উত্তর সামনে ৷ এই ঘটনা নাকি একেবারেই সাজানো ৷ অভিনেতা প্রসূনকে নিয়ে দেবের এই ভিডিও আসলে নতুন ছবির প্রোমোশন ! তা সেদিন ঠিক কী ঘটেছিল?
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে যাওয়া সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাদা জামা পরা এক যুববকে প্রচন্ড মারছেন দেব ৷ আশেপাশের সকলেই তাঁকে ধরে ঠান্ডা করার চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছেন ৷ ভিডিওতে বারবার দেবকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘‘এটা কী ইয়ার্কি হচ্ছে ?’ এরপর ওই যুবকের উদ্দেশ্যে গালাগালিও দেন তিনি ৷ দেবকে সকলেই শান্ত করার চেষ্টা করেন ৷ পিছনে ছিলেন নায়িকা পূজাও ৷ তিনিও দেবকে থামাতে যান ৷ কিন্তু কারও কোনও কথাই শোনেননি নায়ক ৷ আসলে গোটা কাণ্ডটাই ছিল কাল্পনিক ৷ একেবারেই প্রোমোশনের নতুন ঢং ৷
advertisement
আগামী ১২ অক্টোবর মুক্তি পাবে দেব, পূজা ও কৌশানীর নতুন ছবি ‘হইচই আনলিমিটেড’ ৷ এখন সেই ছবির প্রচারের কাজে তুমুল ব্যস্ত কলাকুশীলবরা ৷
advertisement
Location :
First Published :
October 02, 2018 8:12 PM IST