সুশান্ত সিং রাজপুতকে নিয়ে মুখ খুললেন রবিনা ট্যান্ডন! কষ্টকর পরিস্থিতিতে কেটেছে শেষের দিনগুলি
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
নিরীহ ছেলেটিকে অপমানের থেকে কোনও অংশে কম সহ্য করতে হয়নি
#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে নানান বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বহু মানুষ ৷ অনেকে বলছেন সুশান্ত মানসিক অবসাদ সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথে বেছে নিয়েছেন ৷ আবার অনেকে সুশান্তের মৃত্যুর জন্য বলিউডে নেপটিজিম স্বজনপোষণ মানসিকতাকেই দুষেছেন ৷ সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা মামলায় পুলিশ ইতিমধ্যেই বলিউডের হেভিওয়েটদের পুলিশ ডাকতে শুরু করেছে জেরার জন্য ৷ তর্ক-বিতর্কে যেন কিছুতেই পিছু ছাড়ছেনা ৷
advertisement
advertisement
এরই মাঝে রবিনা ট্যান্ডন বলিউডে স্বজনপোষণ নীতি নিয়ে মুখ খুলেছেন তিনি জানিয়েছেন যে স্বজনপোষণ নীতির শিকার হয়েছিলেন স্বয়ং তিনিও ৷ বলিউডের মস্ত মস্ত গার্ল রবিনা ট্যান্ডন ইনস্টাগ্রামে সুশান্ত সিং রাজপুতের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন তাঁর মৃ্ত্যুর পরে ৷ হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনের মাধ্যমে জানতে পারা গিয়েছে রবিনা ট্যান্ডন আবেদন করেছেন 'এই ধরনের মানসিকতা বন্ধ হোক ৷ কারোর বিরুদ্ধে অভিযোগ করাটা অত্যন্ত কঠিন বিশেষত বলিউডে ৷ মানুষ সবাই একই রকমের ভাবছেন ৷ তবে যে ছেলেটি চলে গিয়েছে কত দুঃখ, যন্ত্রণা ও অপমান বুকে চেপে রেখে ৷'
advertisement
রবিনা ট্যান্ডন আরও জানিয়েছেন 'আমি জানি এখানে রাজনীতি হয়, যেমন কিছু খারাপ মানুষ আছে, তেমনই ভাল মানুষও আছেন, বেশ কিছু মানুষ এমনও আছেন, আপনি কী করে ব্যর্থ হন সেটিরও প্রচেষ্টা করা হয়ে থাকেন করে থাকেন পরিকল্পনাও, আমিও এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, আমাকে বহু মানুষ অপমান করেছে, ছবি থেকে বের করে দেওয়া হত ৷' রবিনাকেও এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল, 'ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ আছেন ৷ বিশেষত হাই প্রোফাইল গ্ল্যামারে পরিপূর্ণ পেশায় কাজ করি, তবে এই সমস্ত বিষয় চেপে রাখা যায়না একদিন না একদিন সেই সত্য প্রকাশিত হবেই হবে ৷'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2020 1:47 AM IST