Bigg Boss OTT: অতিমারী তাঁকে বাঁচতে শিখিয়েছে, খোলামেলা কথা বললেন অভিনেতা রাকেশ বাপাত

Last Updated:

২০০১ সালে তুম বিন (Tum Bin) ছবিতে একদম জেন্টেলম্যান লুকে দেখা গিয়েছিল রাকেশকে।

#Bigg Boss OTT: Bigg Boss-এর ভার্চুয়াল ভার্সন লঞ্চ হতেই একের পর এক খবরের শিরোনাম তৈরি করছে এই শো। ঘরে ঢুকেই সমিতা শেট্টির (Shamita Shetty) সঙ্গে প্রতীক সহেজপালের (Pratik Sahejpal) ঝগড়া এখন রীতিমতো ভাইরাল। পাশাপাশি, এই শোতে রয়েছেন আরও একজন হ্যান্ডসাম অভিনেতা যাঁকে নিয়ে এখন চর্চা তুঙ্গে। তিনি হলেন ডিম্পল ম্যান রাকেশ বাপাত (Rakesh Bapat)। ২০০১ সালে তুম বিন (Tum Bin) ছবিতে একদম জেন্টেলম্যান লুকে দেখা গিয়েছিল রাকেশকে। এরপর তাঁকে বেশকিছু টেলিভিশন শো-তে দেখা যায়। যেমন সাত ফেরে: সালোনি কা সফর (Saath Phere: Saloni Ka Safar), কুবুল হ্যায় (Qubool Hai)। এখন এই অভিনেতা বিগ বসের ঘরে রয়েছেন। ডিজিটাল এই শোয়ের এখন সবথেকে জনপ্রিয় একজন প্রতিযোগী হলেন রাকেশ। বিগ বসের ঘরে প্রবেশের আগে, News18 এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বেশ কিছু কথা ভাগ করে নেন।
Bigg Boss OTT শোয়ে প্রবেশের আগে আপনার অনুভূতি কী রকম?
advertisement
আমি ভীষণ চুপচাপ। আমি সমাজের গতির সঙ্গে গা ভাসিয়ে চলতে পছন্দ করি। তাই আমি বিশেষ কিছু ভাবছি না। আমি এর আগে বিগ বসের কোনও শো দেখিনি। আমি সম্পূর্ণ খালি স্লেট নিয়ে ঢুকছি। তারপর যা হবে দেখা যাবে। তবে আমি ভীষণ উৎসাহী এই শো নিয়ে।
advertisement
মানসিক ভাবে কতটা প্রস্তুতি নিয়েছেন এই শো নিয়ে?
অতিমারী আমাদের সকলেই প্রস্তত করে দিয়েছে। সত্যিকারের এতদিন বাড়িতেই ছিলাম, সেটাও বিগ বসের মতই। শুধু ক্যামেরা ছিল না সেখানে। এই পরিস্থিতি সকলকে আত্মনির্ভর হওয়া শিখিয়েছে। পাশাপাশি, মানসিক ভাবেও শক্ত হওয়া শিখিয়েছে। বিগ বস শোতে থাকতে গেলে মানসিক ভাবে শক্ত হতে হবে।
আপনার ওপর সর্বক্ষণ ক্যামেরা নজর রাখবে, এটার জন্য কতটা প্রস্তুত?
advertisement
আমি ব্যক্তিগত বিষয় সকলের সামনে আনতে পছন্দ করি না। এমনকী আমি মুম্বইয়ের পরিবর্তে পুণেতে থাকি। আমার সুন্দর একটা ঘর আছে। যেখানে সুন্দর সুন্দর পেন্টিং ও স্কাল্পচার রয়েছে। আমি নিজের জন্য ভিসুয়াল আর্ট থেরাপি করি। তাই আমি বহু সময় ধরে অনেক কিছু থেকে দূরে রয়েছি। আমার সামনে দুজনের বেশি মানুষ থাকলেই ভিড় মনে হয়। তাই আমি ভাবছি, এটা আমি কী করে করব? তবে একটা জিনিস যদি তুমি নিজেকে বিশ্বাস করো, তাহলে কোনও কিছু লুকানোর থাকে না। তাই ক্যামেরার সামনে থাকতে আমার অসুবিধা নেই।
advertisement
আপনার ফ্যানেরা স্ক্রিনে আপনাকে একজন অভিনেতা হিসাবে দেখেছেন, তাহলে এখানে আপনার কোন সত্ত্বা তুলে ধরবেন?
সত্যি বলতে আমি মানুষ হিসাবে আসলে কেমন তাঁরা সেটাই দেখতে পাবে। আমার কাছে এটা একটা চ্যালেঞ্জ। যাঁরা আমাকে চেনেন তাঁরা জানে আমি খুব চুপচাপ এবং সৃজনশীল। যে কোনও জিনিস নিখুঁত ভাবে করতে পছন্দ করি। এখানেও তেমনটাই করব।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bigg Boss OTT: অতিমারী তাঁকে বাঁচতে শিখিয়েছে, খোলামেলা কথা বললেন অভিনেতা রাকেশ বাপাত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement