Gold Smuggling Accused Ranya Rao: ১৩৮ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি! কর্নাটক সরকারের দেওয়া জমিতে কারখানা খোলার কথা বলেছিলেন সোনা পাচারে অভিযুক্ত অভিনেত্রী রান্যা রাও

Last Updated:

Gold Smuggling Accused Ranya Rao:ক্ষীরদা প্রাইভেট লিমিটেডের পরিচালক হলেন রান্যা এবং তাঁর ভাই ঋষভ। তাঁদের কোম্পানি একটি স্টিল টিএমটি বার উৎপাদন ইউনিট স্থাপনের জন্য ১৩৮ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল।

গ্রেফতারের পরে নায়িকাকে বিশদ তদন্তের জন্য নাগাভারায় ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়
গ্রেফতারের পরে নায়িকাকে বিশদ তদন্তের জন্য নাগাভারায় ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়
মুম্বই : কন্নড় ছায়াছবির নায়িকা রান্যা রাও মামলায় এবার উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য়। জানা গিয়েছে যে কর্নাটক সরকার তাঁকে জমি বরাদ্দ করেছিল, যেখানে শিল্প কারখানা খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন নায়িকা। কথা দিয়েছিলেন, সেই লক্ষ্যে ১৩৮ কোটি টাকা বিনিয়োগও করবেন।
জানা গিয়েছে যে ২০২৩ সালে কর্নাটক শিল্প এলাকা উন্নয়ন বোর্ড ১২ একর শিল্প জমি বরাদ্দ করেছিল নায়িকাকে। ২০২৩ সালের জানুয়ারিতে বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষীরদা প্রাইভেট লিমিটেডকে এই জমি প্রদান করেছিল। এই ক্ষীরদা প্রাইভেট লিমিটেডের পরিচালক হলেন রানিয়া এবং তাঁর ভাই ঋষভ। তাঁদের কোম্পানি একটি স্টিল টিএমটি বার উৎপাদন ইউনিট স্থাপনের জন্য ১৩৮ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল।
advertisement
এই জমিটি তুমাকুরু জেলার সিরা শিল্প এলাকায় অবস্থিত এবং ১৩৭তম স্টেট লেভেল সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স কমিটির (SLSWCC) বৈঠকে বরাদ্দের জন্য অনুমোদিত হয়েছিল। “কর্নাটক শিল্প এলাকা উন্নয়ন বোর্ডের (KIADB) সিইও মহেশ রবিবার বলেন, “কর্নাটক অভিনেত্রী রান্যা রাওয়ের সঙ্গে যুক্ত একটি কোম্পানি মেসার্স ক্ষীরদা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডকে ২০২৩ সালের ২ জানুয়ারি ১২ একর জমি বরাদ্দ করা হয়েছিল”।
advertisement
advertisement
“কোম্পানিটি ১৩৮ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ইস্পাত টিএমটি বার, রড এবং সংশ্লিষ্ট পণ্যের জন্য একটি উৎপাদন ইউনিট স্থাপনের প্রস্তাব জমা দিয়েছিল। এই প্রকল্পটি প্রায় ১৬০ জন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হয়েছিল,” বিবৃতিতে এও বলা হয়েছে।
কোম্পানির প্রতিনিধিরা রাজ্য সরকারকে জানিয়েছেন যে মেসার্স ক্ষীরদা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ২১ এপ্রিল, ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি বেঙ্গালুরুতে অবস্থিত। বরাদ্দকৃত জমি কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে কি না তা এখনও স্পষ্ট করেনি কর্নাটক শিল্প এলাকা উন্নয়ন বোর্ড।
advertisement
কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা সমেত রানিয়া রাওকে ধরেছিল ডিরেক্টরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্স, সংক্ষেপে ডিআরআই। গ্রেফতারের সময়ে নায়িকার দাবি, তাঁকে দিয়ে ব্ল্যাকমেল করে সোনা পাচার করানো হচ্ছিল। ওই একই অপরাধে পুলিশ কনস্টেবল বাসব রাজুকেও হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ, তিনি নায়িকাকে সোনা নিয়ে বিমানবন্দর থেকে নিরাপদে বের হয়ে যেতে সাহায্য করছিলেন।
advertisement
আরও পড়ুন : ভুঁড়ি কমছে না শত চেষ্টাতেও? ডায়েট থেকে ‘মুছে ফেলুন’ এই ৫ রকম খাবার! চর্বি শুষে কোমর হবে ছিপছিপে
রানিয়ার জ্যাকেটের ভিতরে ১২.৫৬ কোটি টাকা মূল্যের ১৪.২ কেজি বিদেশি সোনা খুঁজে পাওয়া যায়। গ্রেফতারের পরে নায়িকাকে বিশদ তদন্তের জন্য নাগাভারায় ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়।
১৯৬২ সালের কাস্টমস আইনের অধীনে রান্যা ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তদন্তের জন্য অভিনেত্রীকে পরপ্পানা অগ্রহার কোয়ারেন্টাইন সেলে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gold Smuggling Accused Ranya Rao: ১৩৮ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি! কর্নাটক সরকারের দেওয়া জমিতে কারখানা খোলার কথা বলেছিলেন সোনা পাচারে অভিযুক্ত অভিনেত্রী রান্যা রাও
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement