বিজেপি’র হয়ে প্রচারে রণবীর-দীপিকা! ভোটের বাজারে ভাইরাল ভুয়ো ছবি

Last Updated:
#মুম্বই: কপালে গেরুয়া তিলক ৷ গলায় ঝোলানো গেরুয়া উত্তরীয় ৷ যাতে লেখা ‘ভোট ফর বিজেপি’, অর্থাৎ ‘বিজেপিকে ভোট দিন’৷ আপাতদৃষ্টিতে মনে হতেই পারে এই বলি সেলেব্রিটি দম্পতি ভারতীয় জনতা পার্টির হয়ে ভোটের প্রচারে নেমেছেন ৷ আবেদন জানাচ্ছেন বিজেপিকে ভোট দেওয়ার ৷
বিনোদন জগতের একটা বড় অংশ বিজেপির পক্ষে দাঁড়িয়েছে। তারা জনগণকে বিজেপির প্রার্থীদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের একটি ছবি দ্রুত ভাইরাল হয়েছে। ছবিটি দেখে মনে হচ্ছে, বলিউডের এই তারকা দম্পতি বিজেপিকে সমর্থন করছেন। তবে এই ছবির পিছনে রয়েছে অন্য গল্প ৷
advertisement
2
advertisement
এ বার জানা যাক ছবির পিছনের ঘটনা। রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের ছবিটি ফেসবুকে ‘এক বিহারি ১০০ পে ভারি’পেজে শেয়ার করা হয়। এই ছবির মাধ্যমে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। প্রকৃতপক্ষে ছবিটি নকল। অর্থাৎ ছবিটা আসল হলেও এর ওপর ফটোশপে কারসাজি করা হয়েছে। ছবিটি আসলে গত বছরের ৩০ নভেম্বরের ৷ বিয়ের পর মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন রণবীর ও দীপিকা ৷ আর ছবিটি তখনকারই তোলা ৷ এ বার ফটোশপে কারসাজি করে ছবিটি নির্বাচনী প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে। তবে কারসাজি করা ছবিটি বিজেপির নেতারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। তবে এই ছবিটি যে আদতে ভুয়ো এ বিষয়ে কোনও সন্দেহই নেই ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিজেপি’র হয়ে প্রচারে রণবীর-দীপিকা! ভোটের বাজারে ভাইরাল ভুয়ো ছবি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement