Ranveer Singh-Deepika Padukone: হু-হু করে ছুটছে গাড়ি ! রাতের অন্ধকারে, গাড়িতেই এসব কী করছেন দীপিকা-রণবীর ! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Ranveer Singh-Deepika Padukone: গাড়ির মধ্যেই যা শুরু করলেন রণবীর-দীপিকা ! মুহূর্তে ভাইরাল ভিডিও
#মুম্বই: দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং (Ranveer Singh-Deepika Padukone)। দু'জনেই বলিউডের অন্যতম অভিনেতা। সেই সঙ্গে তাঁর স্বামী-স্ত্রীও। এ কথা তো সবার জানা। কিন্তু বিষয় হল রণবীর ও দীপিকার সম্পর্ক কেমন। এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, তিনি যদি রণবীরকে বিয়ে না করতেন , তাহলে সুখ কাকে বলে জানতেই পারতেন না। দীপিকা সেই সাক্ষাৎকারেই জানিয়েছিলেন, রণবীর নাকি ভীষণ ছেলে মানুষ। দীপিকার মন খারাপ হলে নানা কাণ্ড করেন রণবীর। যেভাবেই হোক দীপিকাকে খুশি করে তবে ছাড়েন।
তবে রণবীর যে সত্যিই ছেলে মানুষ(Ranveer Singh-Deepika Padukone)। অনেকটা শিশু সুলভ। তা তাঁর কাণ্ড দেখলেই বোঝা যায়। কখনও মাঝ রাস্তায় নেমে হঠাৎ নেচে ফেলেন তিনি। আবার কখনও পার্টিতে শাশুড়িকে নিয়ে নাচে মত্ত হন। নানা রকম পোশাক পরে সকলের নজর কাড়েন তিনি। তবে অভিনয়টা তাঁর একেবারে নখদর্পণে।
advertisement
advertisement
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক টি ভিডিও ভাইরাল হয়েছে(Ranveer Singh-Deepika Padukone)। সেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে নিজেদের গাড়িতে করে লং ড্রাইভে বেড়িয়েছেন দীপিকা ও রণবীর। তারপর দেখা যাচ্ছে গাড়ির সিটে বসেই পাগলের মতো নেচে চলেছেন দু'জনে। নাচ থামার নামই নেই। আবার গানও গাইছেন তাঁরা। এই ভিডিও দেখেই সকলে বলতে শুরু করেছেন তাঁরা শুধু স্বামী-স্ত্রী নয় একে অপরের জন্য একদম পারফেক্ট।
advertisement
রণবীর সিং প্রথম থেকেই দীপিকাকে নিয়ে খুব আবেগপ্রবন(Ranveer Singh-Deepika Padukone)। মাঝে মধ্যেই দেখা গিয়েছে ভিড়ের মাঝে কী ভাবে তিনি আগলে রেখেছেন দীপিকাকে। এমনকি ড্রাগ কেসে যখন জেরা করা হয় দীপিকাকে। সে সময় রণবীর নিজেও জেরায় থাকতে চেয়েছিলেন। দীপিকাকে একা ছাড়তে চাননি। যদিও শেষ পর্যন্ত একাই যেতে হয় দীপিকাকে। রণবীরের আগেও দীপিকার জীবনে বেশ কিছু প্রেম রয়েছে। তাঁদের মধ্যে অন্যতম রণবীর কাপুর। কিন্তু সে সব প্রেম স্থায়ী হয়নি। তবে দীপিকাকে কাছ ছাড়া করেননি সিং বাবু। তাঁদের প্রেম দেখে মুগ্ধ গোটা বলিউড। তারিফ করেছেন নেটিজেনরাও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2022 3:18 PM IST