Ranveer Singh’s Don 3 Look : বিতর্কের মাঝেই তৃতীয় প্রজন্মের ডন! ‘নো শাহরুখ, নো ডন’ ট্রেন্ড ফুঁড়ে রণবীরের লুক প্রকাশ

Last Updated:

Farhan Akhtar announces 'Don 3': ১১টি দেশের পুলিশের চোখে ধুলো দিতে পারবেন তো নতুন ডন? নতুন যুগ শুরু গ্যাংস্টারের। নতুন প্রজন্মের ডন হিসেবে হাজির হলেন রণবীর। বুধবার ফারহান ডনরূপী সিংয়ের প্রথম লুক প্রকাশ্যে আনলেন।

ডনরূপী রণবীর সিং
ডনরূপী রণবীর সিং
মুম্বই: প্রথম ও দ্বিতীয় প্রজন্মের সাফল্যের পর তৃতীয় প্রজন্ম নিয়ে বুক দুরুদুরু নির্মাতা থেকে ভক্তদের। ১১টি দেশের পুলিশের চোখে ধুলো দিয়ে ভক্তদের মনজয় করেছেন অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান। এবার সেই ১১টি দেশের পুলিশের চোখে ধুলো দিতে পারবেন তো নতুন ডন? নতুন যুগ শুরু গ্যাংস্টারের। নতুন প্রজন্মের ডন হিসেবে হাজির হলেন রণবীর সিং। বুধবার বেলায় পরিচালক-অভিনেতা ফারহান ডনরূপী সিংয়ের প্রথম লুক প্রকাশ্যে আনলেন। মুক্তি পেল টিজার।
advertisement
advertisement
‘ডন ৩’ নিয়ে বিতর্কের শেষ নেই। শাহরুখের বদলে কেন রণবীরকে নেওয়া হচ্ছে, তা নিয়ে ক্ষুব্ধ বাদশাপ্রেমীরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে, ‘নো শাহরুখ, নো ডন’। শাহরুখ না থাকলে কেউ ডন দেখবেন না। শাহরুখকে নিয়েই ডনের দু’টি ছবি বানিয়েছেন ফারহান। তুমুল সাফল্য দেখেছে ছবিদু’টি।
advertisement
আবার শাহরুখকেই ডন হিসেবে দেখতে চেয়েছিলেন অনুরাগীরা। কিন্তু তাঁদের শখপূরণ হল না। মঙ্গলবার ট্যুইট করে ফারহান জানিয়েছিলেন, শাহরুখকে আর ডন হিসেবে দেখা যাবে না। অন্য এক অভিনেতা এবার তাঁর জায়গা নেবেন। তারপরই বুধবার টিজার প্রকাশ।
নতুন টিজারে ‘ম্যায় হুঁ ডন’-এর সংলাপে এবার নতুন গলা। চেহারা বদল। পরিবর্তন হল আদবকায়দার। কেবল নায়ক নয়, নায়িকা বদলের সংবাদও মিলেছে। রিপোর্ট অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়ার বদলে এবার নাকি কিয়ারা আডবাণীকে রণবীরের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। ডনের সহ-প্রযোজক রীতেশ সিধওয়ানির অফিসে তাঁকে দেখা যেতেই গুঞ্জন শোনা যাচ্ছে, রোমা হিসেবে কিয়ারাকেই বেছে নিয়েছেন ফারহান।
advertisement
পরিচালক আগেই জানিয়েছেন, আগামী ২০২৫ সালে ‘ডন ৩’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। দেড় বছরের অপেক্ষার পর রণবীরকে নতুন রূপে দেখবেন দর্শক।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranveer Singh’s Don 3 Look : বিতর্কের মাঝেই তৃতীয় প্রজন্মের ডন! ‘নো শাহরুখ, নো ডন’ ট্রেন্ড ফুঁড়ে রণবীরের লুক প্রকাশ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement