এক ছবিতে দুই রণবীর !
Last Updated:
পরিচালক জোয়া আখতার যা করেন, তা করেন বড্ড গোপনে গোপনে৷ তবে বলিউডের গুঞ্জনে যারা সদা ব্যস্ত ৷ তাদের কান সদা সজাগ ৷ তাই তো খবর এল, জোয়া আখতার নাকি একেবারে তৈরি নতুন ছবি নিয়ে ৷
#মুম্বই: পরিচালক জোয়া আখতার যা করেন, তা করেন বড্ড গোপনে গোপনে৷ তবে বলিউডের গুঞ্জনে যারা সদা ব্যস্ত ৷ তাদের কান সদা সজাগ ৷ তাই তো খবর এল, জোয়া আখতার নাকি একেবারে তৈরি নতুন ছবি নিয়ে ৷ তবে এটা মোটেই খবর নয়, আসল গপ্পোটা হল জোয়ার ছবিতে থাকতে পারে রণবীর কাপুর ও রণবীর সিং ! দর্শকদের চমক দিতে একই ছবিতে দুই রণবীরকে আনতে চলেছেন জোয়া ৷
সম্প্রতি দুই রণবীরের সঙ্গেই আলাদা আলাদা করে দেখা করেছেন জোয়া ৷ শুনিয়েছেন চিত্রনাট্যও ৷ তবে আপাতত, দুই রণবীরের তরফ থেকে মেলেনি সবুজ সংকেত ৷ বলিউডে গুঞ্জনে রয়েছে, জোয়া নাকি প্ল্যান করছেন আরও বড়, যে মেয়েকে নিয়ে দুই রণবীরের মধ্যে টানাপোড়েন, সেই দীপিকা পাড়ুকোনকেই নাকি জোয়া বানাতে পারেন তাঁর নতুন ছবির নায়িকা !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2016 5:34 PM IST