সিনেমায় স্ক্রিন শেয়ার করবেন না দীপিকা-রণবীর !

Last Updated:

হতে চলেছে এরকমটাই ৷ রিয়েল লাইফের প্রেম জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে আর একসঙ্গে দেখা যাবে না সঞ্জয়লীলা বনশালির নতুন ছবিতে ৷

#মু্ম্বই: হতে চলেছে এরকমটাই ৷ রিয়েল লাইফের প্রেম জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে আর একসঙ্গে দেখা যাবে না সঞ্জয়লীলা বনশালির নতুন ছবিতে ৷ ‘রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’-পর সঞ্জয়ের এই হিট জুটিকে আর একসঙ্গে ক্যামেরার সামনে আনতে চাইছেন না পরিচালক সঞ্জয়লীলা বনশালি !
বলিউড গুঞ্জনে এখন রটেছে এই খবরই ৷ সঞ্জয়ের নতুন ছবি ‘পদ্মবতি’তে স্ক্রিন শেয়ার করছেন দীপিকা-রণবীর ! ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷
সঞ্জয়ের প্রোডাকশনের অন্দরের খবর, ‘বাজিরাও মস্তানি’র সফল হওয়ার পর পরই সঞ্জয় মন দিয়ে ফেলেছেন তাঁর নতুন ছবি ‘পদ্মবতি’র চিত্রনাট্যে ৷ আর এই ছবিতেই আলাউদ্দিন খলজির চরিত্রে রণবীর ও পদ্মবতি-র চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে ৷ শোনা গিয়েছে, দীপিকা-রণবীরকে মাথায় রেখেই নাকি বনশালি লিখে ফেলেছেন ছবির চিত্রনাট্য ৷ আর চিত্রনাট্য অনুযায়ী, গোটা ছবিতে দীপিকা আর রণবীর থাকলেও, ক্যামেরার সামনে মুখোমুখি হবেন না রণবীর-দীপিকা ৷
advertisement
advertisement
তবে গুঞ্জনে রয়েছে আরেকটি খবরও ৷ সঞ্জয়ের এই ছবিতে নাকি থাকতে পারেন টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ৷ জানা গিয়েছে, সঞ্জয়ের এই ছবিতে অঙ্কিতা নাকি থাকবেন বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে ৷ তবে আপাতত, পুরো ব্যাপারটিই রয়েছে প্রাথমিক আলোচনায় ৷ তাই বনশালির প্রোডাকশন থেকে কোনও ধরণের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি এই ছবি সম্পর্কে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিনেমায় স্ক্রিন শেয়ার করবেন না দীপিকা-রণবীর !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement