#মুম্বই: বুঝুন কাণ্ড ! এতদিন শুনেছিলেন সেক্স করার রয়েছে নানারকম কায়দা, আর তার জন্য লোকে চোখ বুজে অনুসরণ করতেন বাৎসায়ণের কামাসূত্র ! কিন্তু আবার কী নতুন জিনিস দেখালেন রণবীর? কায়দা তো রয়েইছে, সঙ্গে বার বার বদল ঘটছে সেক্স করার জায়গা !
গপ্পোটা পুরোটাই পরিচালক আদিত্য চোপড়ার ছবি ‘বেফিকরি’র ৷ এই ছবি যেন পর্দায় যৌনতার বিপ্লব ৷ বলিউডের পর্দায় সেক্সকে এমনভাবে নিয়ে এসেছেন আদিত্য চোপড়া, তা আগে কখনও দেখা যায়নি ৷ শোনা গিয়েছে, ৩২ টা ঠোঁট ঠাসা চুমু রয়েছে ছবিতে ৷ রয়েছে নগ্নতাও ৷ এই প্রথমবার রণবীরকে পিছন থেকে দেখা যাবে নগ্ন ! এই ছবি এতটাই বিন্দাস যে, অন্তর্বাস পড়ে একের পর দৃশ্য রয়েছে ছবিতে ৷
তবে এখানেই আটকে নেই পরিচালক ৷ গোটা ছবিতে এমন কোনও জায়গা বাদ নেই, যেখানে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে রণবীর ও বাণী কাপুরকে ৷ কখনও বেডরুম, কখনও বাথরুম, কখনও বারান্দা, সিঁড়ির তলা, বাগান, রাস্তার মোড়, লাইব্রেরি, বাস স্ট্যান্ড, ছাদের মাথায়, মানে একেবারে জলে, জঙ্গলে রণবীর আর বাণী অন্তরঙ্গ হয়েছেন ছবির জন্যই ! আর তারই ঝলক পাওয়া গিয়েছে, বেফিকরির নতুন গানেও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Befikre, Bollywood, Ranveer Singh, Vaani Kapoor