গুগলে লিখুন রাণু মণ্ডল, তারপরই শুরু ম্যাজিক !
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
ব্যাপারটা গোল গোল না ঘুরিয়ে বরং সোজা টপিকে আসি ৷
#কলকাতা: ভাবছেন এ আবার কেমন শিরোনাম ৷ নিশ্চয়ই ভাবছেন, এতদিন তো রাণু গান গাইতেন, এবার ম্যাজিক কোথা থেকে এল? ব্যাপারটা গোল গোল না ঘুরিয়ে বরং সোজা টপিকে আসি ৷
খবরটা আর কিছু নয় ৷ রাণু এবার জব্বর হিট ৷ না নতুন গান গেয়ে নয়, বরং পুরনো গানেই সুপারহিট হয়েছেন রানাঘাটের ‘লতা’ নামে পরিচিত রাণু মণ্ডল ৷ যেই রাণু রানাঘাট স্টেশন থেকে সোজা হিমেশের রেকর্ডিং স্টুডিওতে ৷ যে রাণু রাতারাতিই দেশের সেনসেশন ! টক অফ দ্য টাউন ৷ সেই রাণুই ২০১৯-এর গুগল সার্চে সবাইকে পিছনে ফেলে এগিয়ে !
advertisement
হ্যাঁ, সম্প্রতি গুগল ইন্ডিয়া একটি পরিসংখ্যান বার করেছে, পরিসংখ্যান অনুযায়ী, বিরাট কোহলিকে দারুণ টক্কর দিয়েছেন রাণু ৷ গুগল সার্চে বেশ ওপরের দিকেই রাণুর নাম !
advertisement
রানাঘাটের রাণুর জীবনের গল্পটা একেবারেই রূপকথার মতো বা বলা যায় সিনেমার প্লট৷ দিন বদলে রাণু এখন স্টার ! একটা গানই ফেসবুকে ভাইরাল হয়ে গোটা বিশ্বের কাছে রাণু হয়ে দাঁড়ালেন উদাহরণ ৷ এত নাম করার পরেও, রাণুকে সহ্য করতে হয়েছে প্রচুর কু-কথাও ৷ তবে রাণু ভ্রুক্ষেপ করেননি ৷ গান গেয়ে চলেছেন নিজের মতো করে ৷ আর তাই তো হিমেশের সঙ্গে জুটি বেঁধে তাঁর ‘তেরি মেরি কাহানি’ এ বছরের সেরা গান ! অন্ত্যত গুগল তাই বলছে !
advertisement
শুনে নিন রাণুর সেই গান--
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 20, 2019 11:56 AM IST