রাণুর পর এবার তাঁর মেয়ে সাথীর গান 'ভাইরাল' , শুনে নিন সেই গান
Last Updated:
রানাঘাটের স্টেশনের ভাইরাল রাণু এখন লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে। তারকা হয়ে যেতেই দীর্ঘ আট বছর পর মায়ের কাছে ফিরে এলেন মেজো মেয়ে সাথী রায়
#কলকাতা: স্টেশনের প্ল্যাটফর্মে লতার গান গেয়ে রাতারাতি স্টার হয়ে যান রাণু মণ্ডল। এরপর থেকে রাণু কী করছেন, কী পরছেন, কী গাইছেন...তাঁর প্রতিটি গতিবিধিই খবরের শীর্ষে! 'ফুলো কা তারো কা', ' পানা কি তামান্না' বা 'জিন্দেগি অওর কুছ ভি নেহি'... দিন-রাত গান গাইতেন রানাঘাটের ভবঘুরে রাণু। সম্প্রতি কয়েকজন এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তারপরেই মুহূর্তে ভাইরাল রানাঘাটের 'লতা'। বদলে গেল ভবঘুরে রাণুর জীবন। এককথায়, রাণু পেলেন লটারি।
রানাঘাটের স্টেশনের ভাইরাল রাণু এখন লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে।তারকা হয়ে যেতেই দীর্ঘ আট বছর পর মায়ের কাছে ফিরে এলেন মেজো মেয়ে সাথী রায়। মায়ের দেখাদেখি তিনিও এবার সোশ্যাল মিডিয়ায় গান আপলোড করলেন!
শুনে নিন সেই গান--
advertisement
চার ছেলে মেয়ে রানুর। কিন্তু যোগাযোগ নেই কারোর সঙ্গে। অবশেষে দেখা হল মেজো মেয়ের সঙ্গে। তবে, সাথী রায়কে নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে নেট দুনিয়ায়। বেশ কয়েক বছর আগে মাকে ফেলে রেখে চলে যান সাথী ৷ তখন রাণুর বয়স ৫০ বছর ৷ রাণুর সেই সময় কোনও রোজগার ছিল না ৷ ছিল না টাকা পয়সা বা সম্পত্তি ৷ কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ফিরে এলেন তার মেয়ে ৷ প্রায় ১০ বছর ধরে ভবঘুরের জীবন কাটাছিলেন রাণু ৷ নেটিজেনদের অভিযোগ, রাণুর কাছে টাকা ছিল না এবং তাঁকে দেখতে ভাল নয় বলে মেয়ে ছেড়ে চলে গিয়েছিল ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2019 2:32 PM IST