#কলকাতা: কোথায় গেলেন রানাঘাটের লতা মঙ্গেশকর রাণু মণ্ডল? কোথায় গেল তাঁর গান? হ্যাঁ, রাতারাতি সবার সামনে এসে এখন একেবারেই গায়েব রাণু মণ্ডল ৷ যার উত্থান ফেসবুকে ‘তু প্যার কা নগমা হ্যায়...’ থেকে সোজা হিমেশ রেশমিয়ার রেকডিং স্টুডিওতে ৷ তারপর ‘হ্যাপি হার্ডি’র ‘তেরি মেরি কাহানি’তে জব্বর হিট !
শোনা গিয়েছে, ‘তেরি মেরি কাহানি’ গানের জন্য নাকি হিমেশ রাণু মণ্ডলকে দিয়েছিলেন মাত্র ৭ লাখ টাকা ৷ তারপর নানা রিয়্যালিটি শোতে গিয়ে কিছুটা উপার্জনও করছিলেন তিনি ৷ তবে বলিউডে তাঁকে আর সেরকম কোনও অফার পেতে শোনা যায়নি ৷ বরং বার বার ফ্যানেদের সঙ্গে বাজে ব্যবহার, ভুল কথা বলার কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন রাণু ৷
শোনা যাচ্ছে, রাণু নাকি ধীরে ধীরে পুরনো অবস্থাতেই ফিরে যাচ্ছেন ৷ রীতিমতো সব জায়গা থেকেই গায়েব তিনি ৷ এমনকী, শোনা যাচ্ছে রাণু মণ্ডলকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক ৷ এই বায়োপিকে নিজেই তিনি গান গাইবেন, আপাতত এই ছবি কাজ ছাড়া আরও তেমন কোনও কাজ কী রয়েছে রাণুর হাতে?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ranu mandol, Video