হিমেশ দিয়েছিলেন ৭ লাখ, কোথায় গায়েব ভাইরাল রাণু মণ্ডল?

Last Updated:

হিমেশ রাণু মণ্ডলকে দিয়েছিলেন মাত্র ৭ লাখ টাকা ৷

#কলকাতা: কোথায় গেলেন রানাঘাটের লতা মঙ্গেশকর রাণু মণ্ডল? কোথায় গেল তাঁর গান? হ্যাঁ, রাতারাতি সবার সামনে এসে এখন একেবারেই গায়েব রাণু মণ্ডল ৷ যার উত্থান ফেসবুকে ‘তু প্যার কা নগমা হ্যায়...’ থেকে সোজা হিমেশ রেশমিয়ার রেকডিং স্টুডিওতে ৷ তারপর ‘হ্যাপি হার্ডি’র ‘তেরি মেরি কাহানি’তে জব্বর হিট !
শোনা গিয়েছে, ‘তেরি মেরি কাহানি’ গানের জন্য নাকি হিমেশ রাণু মণ্ডলকে দিয়েছিলেন মাত্র ৭ লাখ টাকা ৷ তারপর নানা রিয়্যালিটি শোতে গিয়ে কিছুটা উপার্জনও করছিলেন তিনি ৷ তবে বলিউডে তাঁকে আর সেরকম কোনও অফার পেতে শোনা যায়নি ৷ বরং বার বার ফ্যানেদের সঙ্গে বাজে ব্যবহার, ভুল কথা বলার কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন রাণু ৷
advertisement
শোনা যাচ্ছে, রাণু নাকি ধীরে ধীরে পুরনো অবস্থাতেই ফিরে যাচ্ছেন ৷ রীতিমতো সব জায়গা থেকেই গায়েব তিনি ৷ এমনকী, শোনা যাচ্ছে রাণু মণ্ডলকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক ৷ এই বায়োপিকে নিজেই তিনি গান গাইবেন, আপাতত এই ছবি কাজ ছাড়া আরও তেমন কোনও কাজ কী রয়েছে রাণুর হাতে?
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
হিমেশ দিয়েছিলেন ৭ লাখ, কোথায় গায়েব ভাইরাল রাণু মণ্ডল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement