মেয়েকে সঙ্গে নিয়ে গান গাইলেন রাণু, ফের ভিডিও ভাইরাল
Last Updated:
ফেসবুকের হাত ধরে ভাইরাল হয়েছেন রানাঘাটের রাণু মণ্ডল ৷ এলাকার লোকেদের কাছে তো তিনি রানাঘাটের লতা ৷
#কলকাতা: ফেসবুকের হাত ধরে ভাইরাল হয়েছেন রানাঘাটের রাণু মণ্ডল ৷ এলাকার লোকেদের কাছে তো তিনি রানাঘাটের লতা ৷ স্টেশন বসেই নিজের মতে করে গান গেয়ে যেতেন তিনি ৷ কেউ কেউ ভালোবেসে দিয়ে যেতেন টাকা, কেউ কেউ দিতেন খাবার ৷ একেই বলে হয়তো বলে ভাগ্যের চাকা ৷ রাণুর ক্ষেত্রে যা কিনা শুধু ঘুরল না ! এগিয়ে চলল দুর্বার গতিতে ৷ রাতারাতি রানাঘাট স্টেশন থেকে রেকর্ডিং স্টুডিও ৷ জনপ্রিয় সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়াকে সঙ্গে নিয়ে গেয়ে ফেললেন স্বপ্নপূরণের সেই গান !
তব কেউ কেউ হয়তো রাণুর এই সাফল্যে একটুও খুশি নন৷ আর তাই তো রাণুকে নকল করে ইন্টারনেট জুড়ে শুরু হয়েছে খিল্লি ৷ ট্যুইটারে, ফেসবুকে ইনস্টাগ্রামে রাণুকে নকল করে তৈরি হচ্ছে মিম ৷
তবে তাতে কি? রাণু এগিয়ে চলেছেন স্বপ্নপূরণের দিকে ৷ আর এই যাত্রায় তাঁর সঙ্গী সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া ৷ ‘তেরি মেরি কহানি’র পর এবার সামনে এল হিমেশ রেশমিয়া সুরে গাওয়া রাণু মণ্ডলের আরেকটি গান ৷ গানের কিছুটা অংশ নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন হিমেশ নিজেই ৷ নীল শাড়ি পরে মাইকের সামনে দাঁড়িয়ে রাণু যেন এবার আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট ৷ আর সাহস জোগানোর জন্য তো পাশে রয়েইছেন হিমেশ ৷
advertisement
advertisement
তবে এবার রাণু পাশে টেনে নিলেন নিজের মেয়ে সাথী রায়কে ৷ আর গেয়ে উঠলেন গান ৷ সাথী আর রাণু মিলে গাইলেন ‘আজকাল তেরে মেরে পেয়ার কে চর্চে’ গানটি ৷ ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার হতেই ভাইরাল ৷
দেখুন ভিডিও---
View this post on Instagram@realhimesh #renumandal #singing #singer #newsinger #shooting #tarimarikhani #bollywood #bati
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2019 9:27 AM IST