corona virus btn
corona virus btn
Loading

১৩ বছর পর সঞ্জয়লীলা বনশালির ছবিতে রণবীর কাপুর ! বাদ গেলেন রণবীর সিং !

১৩ বছর পর সঞ্জয়লীলা বনশালির ছবিতে রণবীর কাপুর ! বাদ গেলেন রণবীর সিং !
photo source collected

১৯৫২ সালে তৈরি পরিচালক বিজয় ভাটের ছবি 'বৈজু বাওরা'র রিমেক করছেন সঞ্জয়লীলা বনশালি।

  • Share this:

#মুম্বই: করোনার জন্য বেশ কয়েক মাস বন্ধ ছিল বলিউডের কাজ। আটকে ছিল সব ছবির শ্যুটিংই। তবে লকডাউন হালকা হতে র্দীর্ঘ পাঁচ মাস পর ফের সব কিছু স্বাভাবিক হচ্ছে। তবে এই নিউ নর্মাল পৃথিবী আর আগের মতো নেই। এখন সিনেমার শ্যুটিং মানে হাজারো স্বাস্থ্য বিধি। মাস্ক, স্যানিটাইজার যেমন বাধ্যতামূলক, তেমনই আরও অনেক নিয়মই মানতে হবে সকলকে। করোনার জন্য আটকে ছিল সঞ্জয়লীলা বনশালির ছবির কাজও। মাঝ পথে আটকে ছিল 'গাঙ্গুবাঈ'-এর কাজ। এই ছবিতে তিনি প্রধান চরিত্রে নিয়েছেন আলিয়া ভাটকে। এই ছবির কাজ শেষ করেই পরিচালক হাত দেবেন নতুন ছবি 'বৈজু বাওরা'র কাজে।

১৯৫২ সালে তৈরি পরিচালক বিজয় ভাটের  ছবি 'বৈজু বাওরা'র রিমেক তৈরি করবেন সঞ্জয়লীলা বনশালি। এই বছরের শুরু থেকেই এই ছবির কথা ভাবছেন তিনি। তবে এই ছবির জন্য তিনি প্রথম থেকেই ভেবেছিলেন রণবীর সিংয়ের কথা। রণবীর ও দীপিকার প্রতি পরিচালকের আলাদা একটা ভাললাগা আছে। 'রাম-লীলা', 'পদ্মাবৎ' এই দুই ছবিতেই তাঁর প্রথম পছন্দ ছিল রণবীর সিং। কিন্তু এবার বদলে গেল পরিচালকের পছন্দ। তবে 'বৈজু বাওরা'র জন্য রণবীর কাপুরকে পছন্দ করলেন পরিচালক।

বলিপাড়ায় প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি সঞ্জয়লীলা বনশালির সঙ্গে ঝামেলা হল রণবীর সিংয়ের ! ঝামেলা নয়। তবে ডেট নিয়ে সমস্যা হয়। এই ছবির জন্য রণবীর সিংই প্রথম পছন্দ ছিলেন। কিন্তু তাঁর ডেট না পাওয়াতেই রণবীর কাপুরকে নিলেন বনশালি। ২০০৭ সালে 'সাওরিয়া' ছবির পর ফের বনশালির ছবিতে কাজ পেলেন রণবীর কাপুর। এ বছরের শেষেই শুরু হবে ছবির শ্যুটিং।

Published by: Piya Banerjee
First published: September 2, 2020, 9:12 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर